অ্যানাকন্ডা! পণ্যবোঝাই তিনটি মালগাড়িকে একসঙ্গে জুড়ে চালাল রেল, দেখুন ভিডিয়ো
এর আগে গত ১২ জুন আরও একটি রেকর্ড করে ভারতীয় রেল
নিজস্ব প্রতিবেদন: রেকর্ড করল ভারতীয় রেল। তিনটে মালগাড়িকে একসঙ্গে জুড়ে চালাল দক্ষিণ পূর্ব সেন্ট্রাল রেল। সেই ভিডিয়ো শেয়ার করা হল সোশ্যাল মিডিয়ায়।
পড়ুন-চব্বিশ ঘণ্টা পরও ব্যাঙ্ক ডাকাতির কোনও কিনারা করতে পারল না নিউ মার্কেট থানার পুলিস
পণ্যবোঝাই তিনটি মালগাড়ীকে একসঙ্গে জোড়ার ফলে ওই থ্রি-ইন-ওয়ান মালগাড়ির ওয়াগন সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৭৭। সবেমিলিয়ে মালের ওজন ছিল ১৫,০০০ টন। অ্যানাকন্ডার মতো ওই বিশাল লম্বা ট্রেনকে টানতে ব্যবহার করা হয়েছিল ৬০০০ হর্স পাওয়ারের তিনটি ইঞ্জিন।
পড়ুন-উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় মৃত্যু ১৫ জনের, জেনে নিন আপনার জেলার পরিস্থিতি
রেলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করা করে লেখা হয়েছে, রেলের পণ্য পরিবহণে বড় সাফল্য। তিনটি মালগাড়ীকে একসঙ্গে জুড়ে বিলাসপুর-চক্রধরপুর ডিভিশনে চালাল সাউথ ইস্ট্রার্ন সেন্ট্রাল রেল। তিনটি মালগাড়িতে মালের মোট ওজন ছিল ১৫,০০০ টন।
এর আগে গত ১২ জুন আরও একটি রেকর্ড করে ভারতীয় রেল। চালানো হয় ডাবল স্টেক কনটেনার ট্রেন।