ওয়েব ডেস্ক : ভারত-পাক সীমান্তে কড়া হাতে জঙ্গিদের মোকাবিলা করছে সেনা। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, পাকিস্তানি হামলার ‌যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে। সেটাই তারা করছে। গত কয়েক মাসে তারা রোজ অন্তত ৫-৬ জঙ্গিকে নিকেশ করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অারও পুন-সেনার গুলিতে ঝাঁঝরা জইশ-ই-মহম্মদের কুখ্যাত জঙ্গি


রবিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, ভারত আগ বাড়িয়ে কোনও হামলা করবে না।কিন্তু পাক সেনা হামলা করলে বুলেটের কোনও হিসেব রাখা হবে না। পাকিস্তান এদেশে আশান্তি সৃষ্টির জন্য রোজই জঙ্গি পাঠাচ্ছে। পাশাপাশি আমাদের সেনারাও তার পাল্টা ব্যবস্থা নিচ্ছে।


ডোকা লা ইস্যুতেও এদিন মন্তব্য করেন রাজনাথ। বলেন, ভারত আর কোনও দুর্বল রাষ্ট্র নয়। গোটা দুনিয়া ‌যখন ডোকা লা ইস্যুতে চিন-ভারত সংঘাত নিয়ে আলোচনা করছে তখন সেই সমস্যার সমাধান করে ফেলেছে ভারত। ভারত দুর্বল রাষ্ট্র হলে তা করতে পারতো না।


আরও পড়ুন- রাজপুতের বীরত্ব,পদ্মিনীর স্বর্গীয় রূপের মাঝেও ঝলসে উঠছে খিলজির হিংস্রতা