নিজস্ব প্রতিবেদন: করোনার ধাক্কায় দেশের অর্থনীতি জোর ধাক্কা খেলেও তা ঘুরে দাঁড়াবে এবছর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্টার ন্যাশানাল মানিটারি ফান্ডের(IMF) মতে ২০২১ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে ১১.৫ শতাংশ। করোনা অতিমারীর মধ্যে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলির মধ্যে ভারতেরও আর্থিক বৃদ্ধি হবে ডবল ডিজিটে। মঙ্গলবার এনিয়ে World Economic Outlook Update প্রকাশ করেছে IMF


আরও পড়ুন-ভিক্টোরিয়ায় 'জয় শ্রী রাম'-এ অসন্তুষ্ট RSS; নেপথ্যে কারা? রিপোর্ট চাইলেন Nadda       


করোনার ধাক্কা সামলে এবছর ভারতের আর্থিক উন্নতি চিনকেও পেছনে ফেলে দেবে বলে ভবিষ্যতবাণী করেছে IMF। সংস্থার দাবি, ২০২১ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি যেখানে হবে ১১.৫ শতাংশ সেখানে চিনের মতো দেশ দাঁড়িয়ে যাবে ৮.১ শতাংশে। এর পরেই থাকবে স্পেন(৫.৯ শতাংশ) ও ফ্রান্সে(৫.৫ শতাংশ)।


উল্লেখ্য, ২০২০ সালে ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে একেবারে উল্টো ভবিষ্যতবাণী করেছিল আইএমএফ। গত বছর আইএমএফের তরফে বলা হয়েছিল, ভারতের(India) আর্থিক বৃদ্ধি ৮ শতাংশ কমে যাবে। বিশ্বে একমাত্র চিনের(China) আর্থিক বৃদ্ধি হবে ২.৩ শতাংশ।  সেই সময়ে বলা হয়েছিল ২০২২ সালে ভারতে আর্থিক বৃদ্ধি হবে  ৬.৮ শতাংশ ও চিনের ক্ষেত্রে তা হবে ৫.৬ শতাংশ।


আরও পড়ুন-LIVE: হাসপাতালে ভর্তি ১৮ পুলিস কর্মী, পঞ্জাবে হাই অ্যালার্ট


প্রসঙ্গত, এমাসের প্রথম দিকে আইএমএফের ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা মন্তব্য করেছিলেন, মহামারীর(Covid Panemic) সময়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে অত্যন্ত কড়া ও ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশাল জনসংখ্যার দেশ ভারতে একেবারে নাটকীয়ভাবে লকডাউন(Lockdown) ঘোষণা করেছিল ভারত। এতে করোন সংক্রমণ থেকে বেঁচেছেন বহু মানুষ।


করোনার সময়ে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে আইএমএফ ডিরেক্টর আরও বলেন, 'নীতি বদলের সঙ্গে অর্থনীতিকে টেনে তুলতে সরকারের সিদ্ধান্ত ভালো ফল দিয়েছে। খুঁটিয়ে দেখলে করোনার আগে ভারত যে জায়গায় ছিল এখনও সেই জায়গাতেই রয়েছে। অর্থাত্ আর্থিক পদক্ষেপ নতুন করে দানা বেঁধেছে।'