নিজস্ব প্রতিবেদন: সংস্থার মুনাফা বাড়ছে লাফিয়ে, বাড়ছে বিমানবহরও, আর উলটো দিকে ক্রমশ কাণ্ডজ্ঞান হারাচ্ছেন বিমান সংস্থা ইন্ডিগো-র কর্মীরা। মঙ্গলবার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে আসার পর এমনটাই বলছেন অনেকে। ভিডিওয় বিমানবন্দরের টারম্যাকে এক যাত্রীকে ফেলে মারধর করতে দেখা যাচ্ছে ইন্ডিগোর কর্মীদের। দিন কয়েক আগে ইন্ডিগোর এক কর্মীর আচরণে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছিলেন অলেম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু। এই ঘটনা যদিও তার থেকেও পুরনো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৫ অক্টোবরের এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দিল্লি বিমানবন্দরে এক যাত্রীকে টার্মিনাসে যাওয়ার বাসে উঠতে বাধা দিচ্ছেন ইন্ডিগোর কর্মীরা। এমনকী তাঁকে মাটিতে ফেলে মারধর করছেন তাঁরা। ভিডিওটি দেখলে বোঝা যায়, বিমান থেকে নামার পর বাসের জন্য দীর্ঘক্ষণ অবতরণ করানোয় বিমানসংস্থার কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন ওই ব্যক্তি।


আরও পড়ুন - নিজের মেয়েকে বিয়ে করা শরিয়া বিরোধী নয়, নিদান এই মুসলিম ধর্মগুরুর


ইতিমধ্যে ঘটনার রিপোর্ট তলব করেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী গজপতি রাজু। রাজীব কাটিয়াল নামে ওই ব্যক্তি চেন্নাই থেকে দিল্লি পৌঁছেছিলেন বলে জানা গিয়েছে।


তাঁর কাছে ক্ষমা চেয়েছেন ইন্ডিগো-র কর্ণধার আদিত্য ঘোষ। লিখেছেন, 'আমি আন্তরিক ভাবে দুঃখিত....এমনটা আমাদের সংস্কৃতি নয়।'