ওয়েব ডেস্ক: আগামী ১ থেকে ২ বছরের মধ্যে  প্রায় ৬ হাজার ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে তথ্যপ্র‌যুক্তি সংস্থা ইনফোসিস। সাম্প্রতিক ডামাডোলের মধ্যেও সংস্থার কর্মী নিয়োগ নীতিতে কোনও পরিবর্তন হচ্ছে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইউরোপ ও আমেরিকায় কর্মী নিয়োগ বাড়াতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার পরিষেবা প্রদানকারী সংস্থা। আন্তর্জাতিক বাজারে এখন সু‌যোগ রয়েছে বলে মনে করছে তারা। সংস্থার অন্তর্বর্তী সিইও ও এমডি ইউ বি প্রবীন রাও গত সপ্তাহে বিনিয়োগকারীদের বৈঠকে জানান,নিয়োগপ্রক্রিয়া চালু থাকবে। এবছরেই ৬০০০ জনকে চাকরি দিয়েছে ইনফোসিস। পরের বছরও তার ব্যতিক্রম হবে না।


গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে ইনফোসিস। ২০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি অধিগ্রহণ নিয়ে সংস্থার বোর্ড সদস্যদের বিবাদ তুঙ্গে ওঠে। তার জেরে শেষপ‌র্যন্ত সিইও-র পদ থেকে ইস্তফা দেন বিশাল সিক্কা। 


আরও পড়ুন, প্রতিষ্ঠাতার প্রত্যাবর্তন : ইনফোসিস চেয়ারম্যানের পদে নন্দন নিলেকানি