প্রতিষ্ঠাতার প্রত্যাবর্তন : ইনফোসিস চেয়ারম্যানের পদে নন্দন নিলেকানি
ওয়েব ডেস্ক: তিন দশক আগে যে ৭ প্রতিষ্ঠাতার হাতে জন্ম হয়েছিল ইনফোসিসের, তাঁদেরই অন্যতম নন্দন নিলেকানিকে চেয়ারম্যান পদে নিয়োগ করল ইনফোসিস। আধার প্রকল্পের রূপকার তথা সংস্থার প্রাক্তন সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার) নন্দন নিলেকানি এবার আর সেশাসেই-এর স্থলাভিষিক্ত হলেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইনফোসিসের সিইও-র পদে নিযুক্ত ছিলেন নিলেকানি। ইনফোসিসের কো-চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিয়েছেন রবি ভেঙ্কটেসানও। কিন্তু সংস্থার স্বাধীন ডিরেক্টর হিসাবে তিনি কাজ করবেন।
উল্লেখ্য, গত ১৮ই অগস্ট ইনফোসিসের সিইও-র পদ থেকে পদত্যাগ করেন বিশাল সিক্কা। কিন্তু পরবর্তী পদাধিকারী নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি সংস্থার ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করে যাচ্ছিলেন। আজকের এই সিদ্ধান্তের পর সিক্কাও তাঁর দায়িত্ব থেকে সরাসরি মুক্তি পেলেন, বলে জানিয়েছে ইনফোসিসের বোর্ড।