নিজস্ব প্রতিবেদন: করোনার দাপটে দুনিয়াজুড়ে বেহাল অর্থনীতি। এরকম এক অবস্থায় চিনের সঙ্গে মার্কিন সংঘাতকে কাজে লাগানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হাসপাতালের মেঝেয় 'গড়াগড়ি খাচ্ছে' একাধিক বহুমূল্য ভেন্টিলেটর মেশিন, বিতর্কে কলকাতা মেডিকেল


ভারত-মার্কিন বাণিজ্য কাউন্সিলের উদ্যোগে হওয়া ইন্ডিয়া-আইডিয়াজ সম্মেলনে আজ বক্তব্য রাখছিলেন মোদী। ভার্চুয়াল ওই সম্মেলনে তিনি মার্কিন শিল্পপতিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান। মোদী বলেন, ভারতের ওপরে গোটা বিশ্বেরই আস্থা বাড়ছে। কারণ এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে, সরকারি নিয়ম কানুনের বাধা কম। তাই পরিকাঠামো, প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রে এখানে বিনিয়োগ করার প্রচুর সুযোগ রয়েছে। ভারতে বাণিজ্যে সুবিধার কথা স্বীকার করেছে বিশ্বব্যাঙ্কও।
 



উল্লেখ্য, গত অক্টোবর মাসে ইজ অব ডুইং বিজনেস-এ ভারত দুনিয়ার ১৯০টি দেশের মধ্যে ১৪ ধাপ এগিয়ে এসে ৬৩তম স্থান করে নিয়েছে। আজ ওই সম্মেলনের আগে মার্কিন বিদেশ সচিব বলেন, চিন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র-দুদেশের জন্যই বিপদের। ফলে করোনার প্রকোপ কমে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন চিন নির্ভরতা কমবে তেমনি ভারতেরও ওপরে নির্ভরতা বাড়বে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।


 


আরও পড়ুন-জুলাই পড়তেই ভিড় বাড়ছে কলকাতা মেডিকেলে, ফিভার ক্লিনিকে রোজ লম্বা লাইন


প্রধানমন্ত্রী আজ বলেন, প্রতি বছরই ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ছে। ২০১৯-২০ আর্থিক বছরে ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৭৪ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় তা ছিল ২০ শতাংশ বেশি। ফলে ভারতে সুযোগ  রয়েছে।


ওই বাণিজ্য সম্মেলনে যোগ দেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল।