Warning! বেশ কয়েক বছরে তলিয়ে চলে যেতে পারে ভারতের এই ১২টি উপকূলবর্তী শহর
IPCC-এর রিপোর্ট ঘিরে চাঞ্চল্য।
নিজস্ব প্রতিবেদন: বাড়ছে বিশ্বের তাপমাত্রা। উষ্ণায়ন আজ বড় সমস্যা। এই পরিস্থিতিতে আরও চিন্তা বাড়াচ্ছে জয়বায়ু পরিবর্তন সংক্রান্ত ইন্টারগভর্নমেন্টাল প্য়ানেলের (IPCC) সাম্প্রতিক রিপোর্ট। কেন? কী বলা হয়েছে ওই রিপোর্টে?
সূত্রের খবর ওই রিপোর্টে, সাফ বলা হয়েছে যে হারে সমুদ্রের জলস্তর বাড়ছে তাতে বেশ কিছু বছরের মধ্যে জলের তলায় চলে যেতে পারে দেশের ১২টি উপকূলবর্তী শহর। যাদের মধ্যে উল্লেখযোগ্য মুম্বই, চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম। প্রায় তিন ফুট জলের তলায় চলে যেতে পারে ওই শহরগুলো। জানা গিয়েছে, উষ্ণায়নের ফলে যেভাবে বিশ্বব্যাপী জলস্তর বাড়ছে তা নিয়ে চিন্তিত স্পেস এজেন্সিগুলো। তাঁদেরও নজরে পড়েছে ভারতের ১২টি উপকূলবর্তী শহর বিপদের মুখে দাঁড়িয়ে।
আরও পড়ুন: Rajya Sabha: টিকা সার্টিফিকেটে Modi-র ছবি ও বার্তা কেন? বিরোধীদের জবাব দিল কেন্দ্র
আরও পড়ুন: Bravery Award: সাহসিকতায় জাতীয় পুরস্কার পাওয়া সেই ছেলে আজ দিনমজুর!
উপকূলবর্তী শহরগুলো কেন বিপদের মুখে?
IPCC-র রিপোর্ট বলছে, গোটা বিশ্বের তুলনায় এশিয়ার জলস্তর বৃদ্ধির হার অনেক বেশি। আগে যেখানে ১০০ বছরে একবার সমুদ্রের জলস্তর পরিবর্তিত হত, আগামী কয়েক বছরে মাঝে মধ্যেই সেই পরিবর্তন হবে। সেজন্যই বাড়বে সমুদ্রের জলস্তর। যদি এই হারেই জলস্তর বৃদ্ধি পেতে থাকে তবে, শতাব্দীর শেষে ভারতের ১২টি উপকূলবর্তী শহরের তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই শহরগুলো হল,
Kandla: 1.87 feet
Okha: 1.96 feet
Bhaunagar: 2.70 feet
Mumbai: 1.90 feet
Mormugao: 2.06 feet
Mangalore: 1.87 feet
Cochin: 2.32 feet
Paradip: 1.93 feet
Khidirpur: 0.49 feet
Visakhapatnam: 1.77 feet
Chennai: 1.87 feet
Tuticorin: 1.9 fee