নিজস্ব প্রতিবেদন: রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে রাজ্যসভায় পাঠাচ্ছে আম আদমি পার্টি? এমনই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে দিল্লির রাজনৈতিক মহলে।
২০১৫ সালে বিপুলভাবে জয়ী হয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। ফলে এবার রাজ্যসভায় ৩ জন প্রতিনিধি পাঠাতে পারবে তারা। সেই তালিকায় থাকছেন রাজন। আপ সূত্রে এমনটাই দাবি এনডিটিভির। জানা যাচ্ছে, প্রথিতযশা অরাজনৈতিক ব্যক্তিত্বদের রাজ্যসভায় পাঠাতে চাইছেন কেজরিওয়াল।
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকাকালীন সরকারের সঙ্গে সংঘাতেই জড়িয়েছিলের রঘুরাম রাজন। রাজনৈতিক মহলের খবর, তাঁকে খুব একটা পছন্দ ছিল না আরএসএস-এর। শেষ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে তাঁর মেয়াদ আর বাড়ানো হয়নি। এহেন রাজনকেই রাজ্যসভায় সরকারের বিরুদ্ধে দাঁড় করতে চাইছে আপ। তবে এনিয়ে এখনও কিছু প্রকাশ্যে বলেনি আম আদমি পার্টি। বর্তমানে চিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন রাজন। সেই কাজ ছেড়ে তিনি আসতে চাইবেন কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
আরও পড়ুন-কোন পথে কালা দিবস? জেনে নিন, মমতা বাহিনীর আগাম প্ল্যান