ওয়েব ডেস্ক: জিএসটি ছোট ব্যবসায়ীদের উপরে বোঝা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করেছিলেন অনেকে। কিন্তু জিএসটি পরিসংখ্যান সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে। জুলাইয়ে ৫৪ লক্ষ ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে জিএসটি জমা দেওয়া হয়েছিল। তার মধ্যে ৪০ শতাংশই দাবি করে, নতুন ব্যবস্থায় তাদের কর বকেয়া নেই। অর্থাত্ ২২ লক্ষ ব্যবসায়ীর কাছ থেকে এক টাকাও পায়নি সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাকি ৬০ শতাংশ অর্থাত্ ৩২ লক্ষ ব্যবসার বেশিরভাগই জুলাইয়ের আগে অগ্রিম কর দিয়ে রেখেছিল। পরিসংখ্যান বলছে, ৩২ লক্ষ ব্যবসার মধ্যে ৭০ শতাংশের কর বকেয়া ছিল ১ টাকা থেকে ৩৩ হাজার টাকার মধ্যে।


বর্তমানে ১ কোটি ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পরিষেবাপ্রদানকারী সংস্থা জিএসটি ব্যবস্থায় নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৭২ লক্ষ এসেছে ভ্যাট, পরিষেবা কর ও শুল্ক ব্যবস্থা থেকে। নতুন যোগ হয়েছে ২৫ থেকে ৩৬ লক্ষ ব্যবসা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ৯৪.৯৫ শতাংশ করই আদায় করা হয়েছে বড় শিল্পের কাছ থেকে। তাদের বার্ষিক লেনদেন দেড় কোটি টাকা দেড় কোটি টাকার উপরে।  


আরও পড়ুন, জিএসটি-তে ছাড় দেওয়ার পর সস্তা হল কোন পণ্যগুলি, দেখে নিন