নিজস্ব প্রতিবেদন: কোভিডের মধ্যেই বড় পাওনা মহাকাশ গবেষণায় ইচ্ছুকদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) তিনটি শর্ট-টার্ম অনলাইন কোর্স চালু করল। অন্য কিছু কোর্সের সঙ্গে রয়েছে জিয়োগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, বেসিকস অফ জিওকম্পিউটেশন অ্যান্ড জিয়োওয়েব সার্ভিসেস, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস অ্যাপ্লিকেশনের মতো কোর্স। আন্ডারগ্যাজুয়েট এবং পোস্ট-গ্র্যাজুয়েট দুধরনের কোর্সই আছে। এগুলির জন্য কোনও ফি-ও দিতে হবে না আগ্রহী পড়ুয়াদের। প্রার্থীরা একাধিক বিষয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।


ফ্রি কোর্সগুলির সম্বন্ধে দুএকটি জরুরি তথ্য:


১) জিয়োগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম


চার সপ্তাহের এই কোর্সটির মাধ্যমে আগ্রহীদের ভৌগোলিক বিষয়, দৃষ্টান্ত-সহযোগে তাদের ধারণা দেওয়া হবে। এটি সদ্য শুরু হয়েছে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।


২) বেসিকস অফ জিওকম্পিউটেশন অ্যান্ড জিয়োওয়েব সার্ভিসেস


কোর্সটি জিয়োকম্পিউটেশনের ব্যাপারে একটা সংক্ষিপ্ত ধারণা তৈরি করবে। এটি দু সপ্তাহের। এটি অক্টোবরের ১৯ তারিখে শুরু হবে। ২৯ তারিখ পর্যন্ত চলবে।


৩) রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস অ্যাপ্লিকেশন


এই পাঠক্রমে পড়ুয়ারা রিমোট সেন্সিং, শস্যের জিআইএস অ্যাপ্লিকেশন ইত্যাদি শিখবে। এই কোর্সটি নভেম্বরের ২ তারিখে শুরু হবে। চলবে ২০ তারিখ পর্যন্ত।


এখন দেখার মহাকাশ গবেষণায় এগনোর আগে পড়ুয়াদের সাধারণত যে বিষয়গুলির ধারণা থাকা জরুরি, কোভিড পরিস্থিতিতে তাঁরা ইসরোর এই উদ্যোগকে কাজে লাগিয়ে কী ভাবে বাড়িতে বসেই অনলাইনে এগুলি চর্চা করতে আগ্রহ দেখান। 


আরও পড়ুন:  কুকুরের লেজে শব্দবাজি বাঁধার আগে যেন কুন্দেরাকে মনে করি