নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনে ভরাডুবির পর বড় ধাক্কা বসপা শিবিরে। এবার বেনামি সম্পত্তি রাখার অভিযোগ উঠল বসপা প্রধান মায়াবতীর পরিবারের বিরুদ্ধেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ, রহস্যজনকভাবে আগুন অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার বাড়িতে


বৃহস্পতিবার মায়াবতীর ভাই আনন্দ কুমারের একটি বেনামি সম্পত্তি অ্যাটাচ করল আয়কর দফতর। ওই সম্পত্তির মূল্য কমপক্ষে ৪০০ কোটি টাকা। আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখা ওই সম্পত্তি অ্যাটাচ করার নোটিশ দেয় গত ১৬ জুলাই। উত্তরপ্রদেশের নয়ডায় ৭ একরের ওই জমির মালিক মায়াবতীর ভাই আনন্দ কুমার ও তাঁর স্ত্রী বিচিত্রা লতা।



জুন মাসেই দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনন্দ কুমারকে নিয়োগ করেছেন মায়াবতী। এনিয়ে দলে একটা চাপা ক্ষোভ ছিল। অভিযোগ উঠেছিল দলে পরিবারতন্ত্র কায়েম করার চেষ্টা করছেন বসপা প্রধান। এর পর ফের এক নতুন উপদ্রব এসে পড়ল মায়াবতীর ঘাড়ে।


আরও পড়ুন-কাটমানি ইস্যুতে  নবান্নের সামনে বিজেপির বিক্ষোভ, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরাল পুলিস 


আনন্দ কুমারের বিরুদ্ধে অভিযোগও উঠেছে এর আগে। ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকা ঋণ তুলেছেন তিনি। ২০০৭ সালে মায়াবতী উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকে ২০১৪ পর্যন্ত তাঁর সম্পত্তি গিয়ে দাঁড়িয়েছে ১৩১৬ কোটি টাকা।