জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপিতে যোগদানের গুঞ্জন। আর এর মধ্যেি বাড়ির ছাদ থেকে 'জয় শ্রী রাম' পতাকা নামিয়ে দিলেন কমল নাথ। কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জোর জল্পনা ছড়ায়। সেই জল্পনার আগুনে আরও ঘৃতাহুতি দেয় প্রবীণ নেতার বাসভবনের উপর উত্তোলিত 'জয় শ্রী রাম' পতাকা। বাসভবনের ছাদে দেখা যায় ওই 'জয় শ্রী রাম' পতাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরেই কমল নাথ ও তাঁর ছেলে নকুল নাথের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার গুজব চলছে। এমনকি শনিবার কমল নাথ যখন দিল্লিতে আসেন, ঠিক তখনই মধ্যপ্রদেশের একমাত্র কংগ্রেস সাংসদ নকুল নাথের নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বায়ো থেকে দলের নাম বাদ দেওয়ার ঘটনায় তীব্র হয় জল্পনা। মনে করা হয় যে, দিল্লিতে কমল নাথ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতেই এসেছেন। 


উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হারে কংগ্রেস। দলের হারের পর মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান পদ থেকে অপসারণ করা হয় কমল নাথকে। যে কারণে কমল নাথ ক্ষুব্ধ বলে খবর কংগ্রেসের অন্দরে। যদিও কংগ্রেসের তরফে কমল নাথের দল ছাড়ার খবর অস্বীকার করা হয়েছে। কংগ্রেসের সঙ্গে কমল নাথের 'গাটবন্ধন' যে খুবই দৃঢ় সেকথা-ও দাবি করা হয়েছে।


এর পাশাপাশি, কমল নাথের উত্তরসূরি, মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান জিতু পাটোয়ারিও দাবি করেছেন যে, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। তাঁর দাবি, এর সবটাই ষড়যন্ত্রের অংশ। কমল নাথ নিজে তাঁকে বলেছেন যে তিনি একজন কংগ্রেসম্যান এবং কংগ্রেসেই থাকবেন। গান্ধী পরিবারের সঙ্গে তাঁর অটুট সম্পর্ক। তিনি কংগ্রেসের আদর্শ নিয়ে বেঁচে আছেন। আর শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গেই থাকবেন।


আরও পড়ুন, Chanda Kochhar: আইসিআইসিআই ব্যাঙ্ক এমডি চন্দা কোচারের গ্রেফতারিতে ক্ষমতার অপব্যবহার করেছে সিবিআই: বম্বে হাইকোর্ট



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)