নিজস্ব প্রতিবেন: জম্মু-কাশ্মীরে ফের পুলওয়ামার মতো হামলা চালাতে পারে জৈশ-ই-মহম্মদ। বৃহস্পতিবার নিরাপত্তা এজেন্সিগুলিকে এমনটাই জানিয়েছে গোয়েন্দাসংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোয়েন্দাদের তরফে নির্দিষ্ট তথ্য দিয়ে জানানো হয়েছে, কাশ্মীরের সিমপওয়ারনি জেলায় চৌকিবল ও তাঙ্গধারের মধ্যে ফের নিরাপত্তাবাহিনীর ওপর IED হামলা চালাতে পারে জঙ্গিরা। আগামী ২ দিনের মধ্যে হতে পারে এই হামলা। সেজন্য একটি সবুজ রঙের স্করপিও গাড়িতে বিস্ফোরক ভরা হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে গোয়েন্দা রিপোর্টে। 


বায়ুসেনায় সামিল হল দেশে তৈরি প্রথম জঙ্গিবিমান তেজস, পেল চূড়ান্ত ছাড়পত্র


এছড়া নিয়ন্ত্রণরেখার ওপার থেকে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারে বলেও জানিয়েছেন গোয়েন্দারা। জানানো হয়েছে, কাশ্মীরের গুরেজ সেক্টরে সীমান্তের ওপারে অনুপ্রবেশের জন্য তৈরি রয়েছেন ৪-৫ জন জঙ্গি। স্থানীয় কাশ্মীরি যুবকদের সাহায্যে আত্মঘাতী হামলা চালাতে পারে তারা। 


জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন হামলায় ব্যবহার হতে পারে প্রায় ৫০০ কেজি আরডিএক্স।