নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিল নিয়ে উত্তপ্ত রাজ্যসভা। এ দিন অধিবেশন শুরু হতেই জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রস্তাব রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, জম্মু-কাশ্মীরকে পুর্নগঠনের প্রস্তাব রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পথে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, লাদাখকে বিধানসভাহীন এবং জম্মু ও কাশ্মীরকে বিধানসভাযুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল করার প্রস্তাব রাখা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কেন্দ্রের এই প্রস্তাবে তীব্র বিরোধিতা জানান বিরোধীরা। রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজ়াদের অভিযোগ, সংবিধানকে হত্যা করেছে মোদী সরকার। গুলাম নবি আজ়াদ বলেন, দেশের সংবিধানের পাশে সব সময় রয়েছি। সংবিধানকে বাঁচাতে প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু সংবিধানকে হত্যা করেছে বিজেপি। উল্লেখ্য, পিডিপি-র দুই সাংসদ মীর ফায়াজ় এবং নাজ়ির আহমেদ লওয়া সংবিধান ছিঁড়ে ফেলার দাবি জানান। তাঁদের মন্তব্যকে তীব্র নিন্দা করেন গুলাম নবি আজ়াদ।


আরও পড়ুন- কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র, রাজ্যসভায় তুমুল হট্টগোল


জম্মু-কাশ্মীরকে পুনর্গঠন কারার যুক্তি হিসাবে কেন্দ্র জানিয়েছে, লাদাখের মানুষের অনেকদিনের দাবি ছিল জম্মু-কাশ্মীরের এই দুর্গম অঞ্চলকে বিশেষ সুবিধা দেওয়া হোক। তাঁদের দাবির কথা মাথায় রেখে কেন্দ্র শাসিত অঞ্চল করার সুপারিশ করা হয়েছে। অন্য দিকে জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ, হিংসা রুখতে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব রাখা হয়েছে। বিধানসভা যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল হবে জম্মু ও কাশ্মীর।