জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৮ মার্চ সারা দেশেই রঙের উৎসব পালন হয়েছে৷ রঙে মাতোয়ারা হয়েছে বৃদ্ধ-বণিতা সকলেই। কিন্তু সেই উৎসবেই এক বেনজির ঘটনা৷ পুরুষদের হয়রানির মুখে পড়েন এক জাপানি মহিলা। এই গোটা ঘটনাটির ভিডিও তিনি ট্যুইটারে পোস্ট করেন, পরে তা মুছেও ফেলেন। সেই ভিডিওতে দেখা যায়, একদল পুরুষ তাঁকে ঘিরে রয়েছে৷ কেউ কেউ তাঁর মুখে জোর করেই রঙ মাখিয়ে দিচ্ছে। একজন আবার ডিমও ছোড়েন ওই মহিলার দিকে৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, New York Times: নিউ ইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে 'মিথ্যা প্রচার' করার অভিযোগ, ট্যুইটারে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর


অভিনেত্রী রিচা চড্ডা ট্যুইট করে ওই ছেলেগুলোর শাস্তির দাবি করেছেন। তবে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। 'হোলি' উত্সবের নামে ব্রিটিশ মহিলা পর্যটকদের কীভাবে হেনস্থা ও শ্লীলতাহানি করা হয় তার অসংখ্য ভিডিও আগে সামনে এসেছে। 



যখন কোনওক্রমে ওই গ্রুপের থেকে বের হয়ে আসে সে সেই সময় ব্যঙ্গার্থক সুরে কটাক্ষও উড়ে আসে তাঁর দিকে৷ 'হোলি হ্যায়' বলতে বলতেই এমন আচরণ করতে দেখা যায় ওই দলটিকে৷ জোর করে চুলের মুঠি ধরে এক ব্যক্তিকে ওই জাপানি মহিলার মুখে রঙ দিতেও দেখা যায়৷ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। হোলির দিনে এমনভাবে এক বিদেশিনীকে হয়রানির ঘটনা সোশাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। 


অনেকেই ওই গ্রুপটি চিহ্নিত করে শাস্তি দেওয়ার বিধান দিয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের জেলে পাঠানোর কথা জানিয়ে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চড্ডা। ২২ বছর বয়সি ওই জাপানি মহিলা কয়েক মাস ধরেই ভারত ভ্রমণে বেরিয়েছেন। কিন্তু হোলির দিনে এমন ঘটনার সম্মুখীন তাকে হতে হবে তা তিনি ভাবেননি বলেই সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন। তবে হোলির দিনটিকে তিনি কোথায় ছিলেন তা ওই পরবর্তীতে মুছে দেওয়া ভিডি থেকে স্পষ্ট নয়।



আরও পড়ুন, Tripura Violence: 'জ্বলছে ত্রিপুরা, বিজেপি-র জিনে রয়েছে সন্ত্রাস'!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)