নিজস্ব প্রতিবেদন: ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। প্রবল বেগে পূর্বভাগের দিকে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad)। অন্ধ্র এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad)-এর ফলে ইতিমধ্যে একগুচ্ছ ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল (Indian Railways)।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের ফলে ৩ ডিসেম্বর থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায় অল্প বৃষ্টি হবে। ৪ ডিসেম্বর বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৫ ডিসেম্বর বৃষ্টির দাপট বাড়বে। উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ৬ ডিসেম্বরও বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, কালিম্পয়েও বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। ইতিমধ্যে প্রশাসনের তরফে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।


জাওয়াদ (Jawad) আতঙ্কে ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে East Coast Railway।


বাতিল ট্রেনের তালিকা:


22644 পাটনা-এর্নাকুলাম বাই-উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস


12508 শিলচর-তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস


22201 শিয়ালদহ-পুরি দুরন্ত এক্সপ্রেস


15644 কামাক্ষা–পুরি এক্সপ্রেস


12509 বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস


15905 কন্যাকুমারী–ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস


22202 পুরি–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস

15643 পুরি–কামাক্ষা এক্সপ্রেস


আরও পড়ুন: Prashant Kishor: গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী জোটের নেতা বেছে নেওয়া হোক! পরোক্ষে Mamata-র হয়ে সওয়াল


আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী হওয়ার কোনও উচ্চাশা নেই', মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বার্তা Mamata-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)