Prashant Kishor: গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী জোটের নেতা বেছে নেওয়া হোক! পরোক্ষে Mamata-র হয়ে সওয়াল
গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বার বার অভিযোগ করছেন যে বিরোধী জোট গড়ে তোলার ক্ষেত্রে কোনও পদক্ষেপ করছে না কংগ্রেস
নিজস্ব প্রতিবেদন: আবার টুইটারে বিস্ফোরক প্রশান্ত কিশোর (Prashant Kishor)। আবার পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে ময়দানে নামলেন তিনি। বৃহস্পতিবার একটি টুইটে কংগ্রেসের (INC) বিরুদ্ধে তোপ দেগে, শক্তিশালি বিরোধীর জন্য কংগ্রেসের (Congress) আদর্শ প্রয়োজন হলেও নেতৃত্ব প্রয়োজন নয় বলেই জানিয়েছেন তিনি।
The IDEA and SPACE that #Congress represents is vital for a strong opposition. But Congress’ leadership is not the DIVINE RIGHT of an individual especially, when the party has lost more than 90% elections in last 10 years.
Let opposition leadership be decided Democratically.
— Prashant Kishor (@PrashantKishor) December 2, 2021
গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বার বার অভিযোগ করছেন যে বিরোধী জোট গড়ে তোলার ক্ষেত্রে কোনও পদক্ষেপ করছে না কংগ্রেস উল্টে তারা ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছেন।
আরও পড়ুন: মমতার UPA বিবৃতির বিরোধিতায় Congress
এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তৃণমূলের ভোট কুশলি প্রশান্ত কিশোর টুইট করেছেন। তিনি জানিয়েছেন, কংগ্রেস যে ভাবনা এবং অংশের প্রতিনিধিত্ব করে তা শক্তিশালী বিরোধীদের জন্য অত্যাবশ্যক। কিন্তু কংগ্রেসের নেতৃত্ব একজন ব্যক্তির ঐশ্বরিক অধিকার নয়, বিশেষ করে যখন দলটি গত ১০ বছরে ৯০ শতাংশের বেশি নির্বাচনে হেরেছে। তিনি আরও বলেন গণতান্ত্রিকভাবে বিরোধী নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়া হোক। এর মাধ্যমে প্রশান্ত কিশোর পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন যে কংগ্রেস জোর করে বিরোধীদের উপর রাহুল গান্ধী (Rahul Gandhi) কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
People looking for a quick, spontaneous revival of GOP led opposition based on #LakhimpurKheri incident are setting themselves up for a big disappoinment.
Unfortunately there are no quick fix solutions to the deep-rooted problems and structural weakness of GOP.
— Prashant Kishor (@PrashantKishor) October 8, 2021
এটাই প্রথমবার নয়। এর আগেও টুইটে কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন প্রশান্ত। অক্টোবর মাসের একটি টুইটে তিনি লখিমপুরের (Lakhimpur Khiri) ঘটনা তুলে ধরে বলেন যে এই ঘটনার মাধ্যমে কংগ্রেস নিজেদেরকে আবার শক্তিশালি করতে চাইলেও তাদের সমস্যার কোনও তাৎক্ষনিক সমাধান নেই।