নিজস্ব প্রতিবেদন: বহু বিতর্কের পর এ সপ্তাহেই শেষ হয়েছে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা JEE Main। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET হবে ১৩ সেপ্টেম্বর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্ভবত NEET-র আগেও প্রকাশিত হতে পারে JEE-র ফল। এমনই ইঙ্গিত মিলল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়ালের টুইটে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আজ টুইট করেছেন, 'সরকারের ওপরে ভরসা করে যেসব পরীক্ষার্থী JEE Main পরীক্ষায় বসেছিলেন তাঁদের ধন্যবাদ। ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ফলপ্রকাশ করে দেওয়া হবে।'


আরও পড়ুন-জগত্সভায় ফের শ্রেষ্ঠ আসন বাংলার! ‘সবুজ সাথী’ ও ‘উৎকর্ষ বাংলা’পুরস্কৃত রাষ্ট্রসংঘে


উল্লেখ্য, JEE ও  NEET নিয়ে প্রবল বিতর্ক হয়েছে দেশজুড়ে। দেশের একাধিক রাজ্যের দাবি ছিল, করোনার এই আবহে পরীক্ষার্থীদের বিপদে ফেলা যাবে না।  তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? কেন্দ্রের বক্তব্য ছিল, উপযুক্ত ব্যবস্থা নিয়েই পরীক্ষা হবে। এনিয়ে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গ-সহ দেশের ৬ বিরোধী রাজ্যের মন্ত্রীরা শীর্ষ আদালতে পরীক্ষা স্থগিদের আবেদন করেন। সেই আবেদন অবশ্য খারিজ হয়ে যায়।


আরও পড়ুন-একগুচ্ছ নিয়ম মেনে ঢুকতে হবে স্টেশনে! যাত্রী, কর্মীদের জন্য নির্দেশিকা মেট্রো কর্তৃপ


ফল জানা যাবে কীভাবে


ফলপ্রকাশের পর তা জানা যাবে jeemain.nta.nic.in সাইট থেকে।


ওই সাইটে গিয়ে পরীক্ষার্থীদের ক্লিক করতে হবে “JEE Mains 2020 results” লিঙ্কে।


নতুন একটি পেজ খুলে যাবে।


সেখানে দিতে হবে পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য।


ফলাফল দেখা যাবে।


ফলাফল ডাউনলোডও করে নেওয়া যাবে।