নিজস্ব প্রতিবেদন: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের গণনায় পিছিয়ে থেকে এগিয়ে গিয়েও ফের পিছিয়ে পড়ল বিজেপি। সাপ-লুডোর খেলায় শেষপর্যন্ত বিজেপিকে যদি লড়াই করার মতো জায়গা থেকে হঠে যেতে হয় তাহলে তাকে নির্ভর করতে হবে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ও  ঝাড়খণ্ড বিকাশ মোর্চার দিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উত্তর দিল্লিতে কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুন, নিহত ৯
এখনও পর্যন্ত গণনার যে গতি প্রকৃতি তাতে  ৩১ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৩৫ আসনে।  এরকম যদি প্রবণতা থেকেই যায় তাহলে বিজেপিকে হাত বাড়াতে হবে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ও ঝাড়খন্ড বিকাশ মোর্চার দিকে। এই মুহূর্তে তারা এগিয়ে রয়েছে যথাক্রমে ৭টি ও ৫টি আসনে। ফলে ভোটের আগের সংঘাত ভুলে তাদের এজেএসইউ-এর দ্বারস্থই হতে হবে বিজেপিকে।



আরও পড়ুন-কনকনে ঠাণ্ডা থেকে রেহাই, আচমকা এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল অনেকটাই


সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচন পরবর্তি জোটের জন্যে এজেএসইউ ও জেভিএমের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিজেপি নেতারা।  এনিয় কথা হচ্ছে এজেএসইউ প্রধান সুদেশ মাহাতো ও জেভিএম প্রধান বাবুলাল মারান্ডির সঙ্গে। অর্থাত্ ঝাড়খণ্ডে কিং মোকার হতে পারে এজেএসইউ ও জেভিএম।