নিজস্ব প্রতিবেদন: বুথ ফেরত সমীক্ষার ফলাফলের দিকেই এগোচ্ছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল! গণনা শুরু হতেই বিপাকে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কনকনে ঠাণ্ডা থেকে রেহাই, আচমকা এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল অনেকটাই


সকাল আটটা নাগাদ ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৩৮ আসনে এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট। ২২ আসনে এগিয়ে বিজেপি। ২ আসনে এগিয়ে রয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। 


সকাল আটটা নাগাদ ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৪১ আসনে এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট। ২৪ আসনে এগিয়ে বিজেপি। ৪ আসনে এগিয়ে রয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। এককথায় লাফিয়ে বাড়ছে বিজেপি বিরোধীরা।


নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জী নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মুখে বিজেপি। এর মধ্যেই ঝাড়খণ্ডে জোর ধাক্কার মুখোমুখি বিজেপি। সঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্টেস ইউনিয়ন কোনও লড়াইয়ে নেই।  এমনটা মনে করা হচ্ছে জাতীয় ইস্যু থেকে আঞ্চলিক ইসুতে ভোট হতেই মুখ থুবড়ে পড়ল বিজেপি।


এমনটাই ছিল বুথফেরত সমীক্ষার ইঙ্গিত। এখনও পর্যন্ত তিনটি বুথ ফেরত সমীক্ষায় বলে হয়েছে ঝাড়খণ্ডে এবার এগিয়ে কংগ্রেস-আরজেডি-জেএমএম জোট।  গত ১ বছরে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে কোণঠাসা হয়ে পড়েছে বিজেপি।  হাতছাড়া হয়েছে রাজস্থান, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। হরিয়ানায় কোনও ক্রমে ক্ষমতা ধরে রেখেছে গেরুয়া শিবির। এরকম এক অবস্থায় ঝাড়খণ্ডের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


আরও পড়ুন-বছরে গড়ে ১,৮০০ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করেন প্রায় ৭৫ শতাংশ ভারতীয়!


এবার লড়াইয়ের ময়দানে গুরুত্বপূর্ণ রাজনৈতির ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন, মুখ্যমন্ত্রী রঘুবর দাস, প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অল ঝাড়ণ্ড স্টুডেন্টেস ইউনিয়ন প্রেসিডেন্ট সুদেশ মাহাতো ও ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারান্ডি।


ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট পেতে পারে ৩৫-৫০ আসন। বিজেপি পেতে পারে ২২-৩২ আসন।


অন্যদিকে, আইএনএস-সি ভোটার-এবিপি নিউজের সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে জোটকেই। তারা পেতে পারে ৩৫ আসন। ৩২ আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, অন্যান্যরা পেতে পারে ১৪ আসন।