জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝাড়খণ্ডের দুমকায় একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে শাহরুখ নামে এক যুবক একতরফা প্রেমে ব্যর্থ হয়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ১৬ বছর বয়সী এক কিশোরীকে জীবন্ত পুড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মেয়েটির মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এলাকায়। দুমকার পুলিশ সুপার অম্বর লাকরা বলেছেন যে এই ঘটনায় মেয়েটির শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। এরপরে তাকে রাঁচির রিমস-এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। যেখানেই রবিবার তার মৃত্যু হয়। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মেয়েটির মৃতদেহ দুমকায় আনা হবে। ঘটনার পর জেরুয়াডিহ এলাকায় মেয়েটির বাড়িতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুমকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুমকার এসডিও মহেশ্বর মাহাতো জানিয়েছেন, মেয়েটির মৃত্যুর খবর দুমকায় পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল দোষীর ফাঁসির দাবিতে স্লোগান দেয় এবং প্রতিবাদ জানায়। তিনি বলেন যে বিক্ষোভের পরে পরিস্থিতি বিবেচনা করে দুমকা শহরে সিআরপিসির ১৪৪ ধারা জারি করা হয়েছে।


এই প্রসঙ্গে গোড্ডার বিজেপির সাংসদ ডঃ নিশিকান্ত দুবে টুইট করেছেন, 'আশা করি আমরা দুমকার মেয়ে অঙ্কিতাকে শাহরুখের মতো মানুষদের হাত থেকে বাঁচাতে পারতাম’। এর পাশাপাশি তিনি দুমকার ডেপুটি পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। তিনি লিখেছেন, 'মুসলিম অফিসার নূর মুস্তাফার অপরাধীকে সমর্থন দেশের জন্য মারাত্মক। মেয়ে খুনের ঘটনায় উত্তাল সাঁওতালপরগণা’।


আরও পড়ুন: পদ হারাতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন! কে হবেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী?


২৩ অগস্ট সংখ্যালঘু সম্প্রদায়ের শাহরুখ একতরফা প্রেমের কারণে পাড়ার ব্যবসায়ী সঞ্জীব সিংয়ের ১৬ বছর বয়সী মেয়ে অঙ্কিতাকে পুড়িয়ে দেয়। গভীর রাতে ঘুমানোর সময় জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। পুলিস জানিয়েছে যে এই ঘটনার পরে অঙ্কিতাকে রাঁচির রিমস-এ ভর্তি করা হয়েছিল। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দ্রদীপ সিং তার বিবৃতি রেকর্ড করেছিলেন। সেই বিবৃতি এখন তার মৃত্যুর আগে শেষ বিবৃতি হিসাবে নেওয়া হয়েছে।


পুলিস জানিয়েছে, শাহরুখ গত কিছুদিন ধরেই অঙ্কিতাকে উত্ত্যক্ত করছিল। অঙ্কিতা প্রেমের সম্পর্ক রাখতে রাজি না হলে অভিযুক্ত তাঁকে হুমকিও দিয়েছিল। অভিযুক্ত অঙ্কিতা কে বলে, 'আমার কথা না মানলে তোমাকে মেরে ফেলব’। পুলিস অভিযুক্ত যুবক শাহরুখকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। শাহরুখের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার দাবি করেছেন বিক্ষোভকারীরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)