নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মধ্যেই বড়সড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিস। লস্করের সঙ্গে জড়িত ৫ জন গ্রেফতার হল বাদগাম থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Live: রাজ্যে করোনা আক্রান্ত ২৪৬১, মৃত ১৫৩ | দেশে সক্রিয় আক্রান্ত ৫১,৪০১, মৃত ২৬৪৯


গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শনিবার বাদগামের আরিগাল খানসাইব গ্রামে অভিযান চালায় জম্মু কাশ্মীর পুলিস ও রাষ্ট্রীয় রাইফেলস। গ্রেফতার করা হয় জহুর ওয়ানি নামে এক যুবককে। তাকে জেরা করে গ্রামেই একটি জঙ্গি আস্তানার খবর পাওয়া যায়।


জহুরের বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরের এক ঘর থেকে ৪ জনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে তারা হল ইউনুস মীর, আসলাম সেখ, পারভেজ সেখ, রেহমান লোন। এরা সবাই লস্কর নেতা ইউসুফ কানতুরুর ঘনিষ্ঠ।


আরও পড়ুন-আজই সন্ধ্যায় ঘনীভূত হবে আমফান! ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পড়বে


পুলিসের দাবি, গ্রেফতার হওয়ার ওই ৫ জন লস্কর জঙ্গিদের গাড়ি ও আস্তানার ব্যবস্থা করে দিত। এদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।