নিজস্ব প্রতিবেদন: জেএনইউ-র উচ্চপর্যায়ের কমিটির নির্দেশে বড় ধাক্কা খেলেন উমর খলিদ ও কানহাইয়া কুমার। খলিদকে বহিষ্কার ও কানহাইয়ার ১০,০০০ টাকা জরিমানার সাজা বহাল রাখল কমিটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৬ সালের জানুয়ারিতে জেএনইউ ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রছাত্রীদের একাংশের বিরুদ্ধে। ওই মামলায় উমর খলিদ-সহ আরও ২ জনকে বহিষ্কারের সুপারিশ করে  জেএনইউ প্যানেল। ছাত্রনেতা কানহাইয়া কুমারকে ১০ হাজার জরিমানার সুপারিশও ছিল। আফজল গুরুর মৃত্যুবার্ষিকিতে জেএনইউ ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বন্দোবস্ত করা হয়েছিল। তখন ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার।


শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আরও ১৩ জন ছাত্রকে আর্থিক জরিমানা দেওয়ার নির্দেশ দেয় জেএনইউ কমিটি। এরপর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ছাত্ররা। অ্যাপেলেট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে দরবার করার জন্য মামলাকারীদের নির্দেশ দেয় হাইকোর্ট। 


আরও পড়ুন- লন্ডনে মালিয়ার সম্পত্তিতে তলাসির অনুমতি দিল ব্রিটেনের হাইকোর্ট