লন্ডনে মালিয়ার সম্পত্তিতে তলাসির অনুমতি দিল ব্রিটেনের হাইকোর্ট

রায়ের ফলে ব্রিটেনের হার্টফোর্ডশায়ারে মালিয়ার বাংলোয় ঢুকে তল্লাসি চালাতে পারবেন তদন্তকারী অফিসাররা।

Updated By: Jul 5, 2018, 07:50 PM IST
লন্ডনে মালিয়ার সম্পত্তিতে তলাসির অনুমতি দিল ব্রিটেনের হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: ব্রিটেনের হাইকোর্টে বড়সড় সাফল্য পেল ১৩টি ভারতীয় ব্যাঙ্কের কনসর্টিয়াম। ব্যাঙ্কগুলির আবেদন মেনে বৃহস্পতিবার তল্লাসির অনুমতি দিল আদালত। ৯০০০ কোটি টাকার ঋণখেলাপ করে দেশ ছেড়েছে বিজয় মালিয়া। ইতিমধ্যে তাকে যাতে প্রত্যর্পন করা হয়, সেই আবেদন করেছে ভারত। 

এদিনের রায়ের ফলে ব্রিটেনের হার্টফোর্ডশায়ারে মালিয়ার বাংলোয় ঢুকে তল্লাসি চালাতে পারবেন তদন্তকারী অফিসাররা। এরইসঙ্গে লেডিওয়াক, ব্র্যাম্বল লজ, টেউইন ও ওয়েলওয়াইন প্রবেশের অনুমতিও মিলেছে। এই রায়ের জেরে মালিয়ার কাছ থেকে ১.১৪৫ বিলিয়ন পাউন্ড উদ্ধারের সুযোগ পেল ব্যাঙ্কগুলি। 

হাইকোর্টের বিচারপতি বাইরনের নোট অনুযায়ী, লেডিওয়াক, কুইন হো লেন, টেউইন, ওয়েলওয়াইন-সহ টেউইন ও ব্র্যাম্বল লজের সমস্ত ভবনে তল্লাশি চালাতে পারেন এনফোর্সমেন্ট আধিকারিকরা। এছাড়া, মালিয়ার মালিকাধীন সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবে তদন্তকারীরা। এজন্য প্রয়োজনীয় বাহিনীও ব্যবহার করার অনুমতি পেয়েছেন এনফোর্সমেন্ট অফিসাররা। 

আরও পড়ুন- দিল্লি যেখানে ছিল, সেখানেই রইল : জেটলি

 

.