ওয়েব ডেস্ক: ১লা জুলাইকে জিএসটি বা পন্য ও পরিষেবা দিবস হিসাবে ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ অক্সসাইজ অ্যান্ড কাস্টমস (সিবিইসি)। এবার থেকে সিবিইসির প্রতিটি অফিসে সেন্ট্রাল এক্সসাইজ ডে বা ইন্টারন্যাশানাল কাস্টমস ডে-র মতো করে পালিত হবে জিএসটি দিবসও।


এদিকে, জিএসটি চালু হলে জিনিসপত্রের দামে বড় ফারাক হবে না বলেই দাবি সরকারের। তবে, করের হারে পরিবর্তন হওয়ায় বাস্তবে বেশ কিছু পণ্য ও পরিষেবার দামে তফাত্‍ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিন, পাঁচ, বারো, আঠারো এবং আঠাশ শতাংশ। জিএসটি-র এই ৫টি হার ধার্য করা হয়েছে। বিলাসবহুল ও নেশার দ্রব্যের ওপর করের সঙ্গে যোগ হবে সেস। GST-র ফলে, কোনও জিনিসের দাম কমলে ক্রেতারা যাতে বঞ্চিত না হন, সেজন্য আইনে আলাদা সংস্থান রাখা হয়েছে। (আরও পড়ুন- জিএসটি উদ্বোধনীর অনুষ্ঠান সূচী)