নিজস্ব প্রতিবেদন: আগামী ২৬ মার্চ পর্যন্ত বিধানসভা অধিবেশেন স্থগিত করে দিয়েছিলেন মধ্যপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ। কিন্তু তাতেও ফাঁড়া কাটল না। আগামিকাল অর্থাত্ মঙ্গলবার মুখ্যমন্ত্রী কমল নাথকে বিধানসভায় সংখ্যাগরিষ্টতা প্রমাণ করতে নির্দেশ দিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-২০ মার্চই ফাঁসি! মুকেশের ফাঁসির রায় সংশোধনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট 


সোমবার বিকেলে রাজ্যপাল লালজি ট্যান্ডন মুখ্যমন্ত্রী কমল নাথকে একটি চিঠি লেখেন। সেখানে রাজ্যপালের সাফ বক্তব্য, ১৭ মার্চ আপনি যদি আস্থা ভোটে অংশ না নেন তাহলে বুঝতে হবে বিধানসভায় আপনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।


এদিন মধ্যপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশেন প্রারম্ভিক ভাষণ দিতে আসেন লালজি ট্যান্ডন। সেখানে তিনি তাঁর লিখিত ভাষণের শেষ পাতাটুকু পড়েন। বলেন, সবার উচিত সংবিধান মেনে চলা যাতে মধ্যপ্রদেশের মর্যাদা বজায় থাকে।


আরও পড়ুন-দেশের আর্থিক মন্দায় ‘ভিলেন’ এবার করোনা! কী বললেন রিজার্ভ  ব্যাঙ্কের গভর্নর


উল্লেখ্য, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ২২ বিধায়ক পদত্যাগ করার পর ১৫ মাসের কমল নাথ সরকার এখন গভীর সংকটে। এর থেকে রেহাই পেতে করোনাভাইরাসকে সামনে খাড়া করেন। তাঁর দাবি করোনাভাইরাসের কারণে আপাতত বন্ধ রাখা হোক বিধানসভার অধিবেশন। তাতে সাড়াও দেন স্পিকার।


এনিয়ে, বিজেপির দাবি, আমরাই সফল হব। করোনাভাইরাসও কমল নাথকে বাঁচাতে পারবে না। উনি সংখ্যাগরিষ্টতা হারিয়েছেন। তাই উনি আস্থা ভোট এড়িয়ে যেতে চাইছেন।