২০ মার্চই ফাঁসি! মুকেশের ফাঁসির রায় সংশোধনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

২০১২ সালের নির্ভয়া ধর্ষণকাণ্ডে ফাঁসির সাজা দেওয়া হয়েছে ৪ জনকে। সেই ফাঁসি এখনও আটকে রয়েছে আইনি জটিলতায়

Updated By: Mar 16, 2020, 05:16 PM IST
২০ মার্চই ফাঁসি! মুকেশের ফাঁসির রায় সংশোধনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন: সব আইনি রাস্তাই বন্ধ হল নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত মুকেশ সিংয়ের। সোমবার মুকেশের মৃত্যুদণ্ডের রায় সংশোধনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে ২০ মার্চ ফাঁসি স্থাগিত রাখার যে আবেদন করা হয়েছিল তা বাতিল হয়ে গেল শীর্ষ আদালতের রায়ে।

আরও পড়ুন-করোনার কোপে ভাটা কলকাতার চাঁদনিচক মার্কেটে, পেশা বদলের কথা ভাবছেন ব্যবসায়ীরা

সুপ্রিম কোর্টের তরফে সোমবার এক রায়ে বলা হয়, ‘আপনি প্রাণভিক্ষার আবেদন করেছিলেন। তা বাতিল হয়েছে। ফাঁসি কার্যকর করার নির্দেশ জারি হয়েছে। রায় সংশোধনের আর্জি খারিজ করা হল। এখন আর কোনও রাস্তা খোলা নেই। ’

উল্লেখ্য, ২০১২ সালের নির্ভয়া ধর্ষণকাণ্ডে ফাঁসির সাজা দেওয়া হয়েছে ৪ জনকে। সেই ফাঁসি এখনও আটকে রয়েছে আইনি জটিলতায়। তিন আসামীর আইনি সব রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। চতুর্থ আসামী পবন গুপ্তার প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে আসামীদের সব আইনি রাস্তাই শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুন-করোনার কোপে ভাটা কলকাতার চাঁদনিচক মার্কেটে, পেশা বদলের কথা ভাবছেন ব্যবসায়ীরা

এদিকে, দিল্লির অ্যাডিশনাল সেশন জাজ ধর্মেন্দ্র রানা আগামী ২০ মার্চ ওই চার আসামীর ফাঁসির দিন ঠিক করেছেন।

.