দেশের আর্থিক মন্দায় ‘ভিলেন’ এবার করোনা! কী বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন করোনার এই প্রভাবে রেপো রেট কম করার কথা ঘোষণা করবেন আরবিআই গভর্নর। কিন্তু তা তিনি করেননি

Updated By: Mar 16, 2020, 06:31 PM IST
দেশের আর্থিক মন্দায় ‘ভিলেন’ এবার করোনা! কী বললেন রিজার্ভ  ব্যাঙ্কের গভর্নর

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের প্রভাব ভারতের অর্থনীতিও পড়তে পারে। জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

আরও পড়ুন-করোনা আতঙ্কে পিছিয়ে গেল পুরভোট, বৈঠকে সিদ্ধান্ত কমিশনের

আরবিআই গভর্নর সোমবার বলেন, ‘ভারতের অর্থনীতির ওপরেও করোনার প্রভাব পড়তে পারে। তবে তা খুবই কম। আন্তর্জাতিক স্তরে যেহেতু ব্যবসা হয় তাই ব্যবসার মাধ্যমে তা প্রভাব ফেলতে পারে দেশের অর্থনীতিতে।’

শক্তিকান্ত দাস আরও বলেন, করোনাভাইরাসের প্রভাবে আন্তর্জাতিক অর্থনীতির বৃদ্ধি কমিয়ে দিতে পারে তার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়বে। হোটেল, পর্যটন, বিমান পরিবহনে প্রভাব পড়েছে। ফোরেক্স ও বন্ড মার্কেটেও এর প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন-করোনার কোপে ভাটা কলকাতার চাঁদনিচক মার্কেটে, পেশা বদলের কথা ভাবছেন ব্যবসায়ীরা

এদিকে, বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন করোনার এই প্রভাবে রেপো রেট কম করার কথা ঘোষণা করবেন আরবিআই গভর্নর। কিন্তু তা তিনি করেননি। পরিস্থিতির ওপরে নজর রাখছে শীর্ষ ব্যাঙ্ক। এনিয়ে সিদ্ধান্ত পরে ঘোষণা করা হবে। তবে বিষয়টি তা উড়িয়েও দেননি।

অন্যদিকে, কোনও কোনও মহলের দাবি, বিশ্বের অন্যান্য দেশে করোনার প্রভাব যে ভাবে পড়ছে তা ভারতে নাও হতে পারে। বৈদেশিক বাণিজ্যের ওপরে দেশের অর্থনীতি কিছুটা হলেও নির্ভর হলেও ভারত এখনও কৃষি নির্ভর। তাই মারাত্মক কোনও প্রভাব নাও পড়তে পারে।

.