নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে কি ক্ষমতা ধরে রাখতে পারবেন সিদ্দারামাইয়া? নাকি ঝোড়ো প্রচারে শেষবেলায় বাজি জিতবেন নরেন্দ্র মোদী? ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেও আসলে লড়াইটা প্রধানমন্ত্রীরই। শেষ এক সপ্তাহে কর্ণাটকে সর্বশক্তি প্রয়োগ করেছে গেরুয়া শিবির। দিল্লি, মায় বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে নেতানেত্রীদের উড়িয়ে আনা হয়েছিল দক্ষিণের এই রাজ্যে। তবে বিজেপির পক্ষে জোরালো হাওয়ার পূর্বাভাস দিচ্ছে না অধিকাংশ বুথফেরত সমীক্ষা। তাদের ইঙ্গিত, কংগ্রেস বা বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ভোটের ফল ত্রিশঙ্কু হতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশিরভাগ সমীক্ষারই আভাস, বিজেপির থেকে সামান্য এগিয়ে কংগ্রেস। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না রাহুল গান্ধীর দল। কিংমেকার হতে চলেছে জেডিএস। রিপাবলিক টিভির সমীক্ষায় আবার এগিয়ে রয়েছে বিজেপি। এমনকি ম্যাজিক সংখ্যায় পৌঁছে যাচ্ছে তারা। সম্পূর্ণ উলটো ইঙ্গিত দিয়েছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা। তাদের সমীক্ষায় একক সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হচ্ছে কংগ্রেস।     


এক নজরে বিভিন্ন সমীক্ষার ফল- 



এনডিটিভি


বিজেপি-৯৮
কংগ্রেস- ৮৮
জেডিএস- ৩৩
অন্যান্য-৩  


রিপাবলিক টিভি জন কি বাত


বিজেপি - ৯৫-১১৪
কংগ্রেস- ৭৩-৮২
জেডিএস- ৩২-৪২


এবিপি-সি ভোটার


বিজেপি- ৯৭-১০৯
কংগ্রেস- ৮৭-৯৯
জেডিএস ২১-৩০
অন্যান্য- ১-৮  
 
ইন্ডিয়া টিভি-ভিএমআর 


বিজেপি- ৮৭
কংগ্রেস- ৯৭
জেডিএস- ৩৫


নিউজ এক্স-সিএনএক্স


বিজেপি - ১০২-১১০
কংগ্রেস- ৭২-২৮
জেডিএস- ৩৫-৩৯
অন্যান্য- ৩-৫


টাইমস নাও-ভিএমআর


বিজেপি- ৮২-৯৩
কংগ্রেস- ৯০-১০৩ 
জেডিএস -৩১-৩৯


ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া


কংগ্রেস- ১০৬-১১৮
বিজেপি- ৭২-৯২
জেডিএস- ২২-৩০
অন্যান্য- ১-৪ 


আরও পড়ুন- বোতাম টিপলেই ভোট পড়ছে পদ্মে, কর্ণাটকে ইভিএম কারচুপির অভিযোগ কংগ্রেসের