নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ক্ষমতায় আসলে পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী। নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস সভাপতি বলেন, ''এই ইস্তাহার রাজ্যবাসীর কণ্ঠস্বর।'' কর্মসংস্থান ছাড়াও প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই, প্রবীণদের জন্য স্বাস্থ্য প্রকল্প ও ভিনরাজ্যের শ্রমিকদের বিনামূল্য রেশনের মতো প্রতিশ্রুতি রয়েছে কংগ্রেসের ইস্তাহারে। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'মন কি বাত' শীর্ষক প্রধানমন্ত্রী মাসিক আকাশবাণীর অনুষ্ঠানকে খোঁচা দিয়ে রাহুল বলেন,''বন্ধ ঘরে ৩-৪ জন মিলে এই ইস্তাহার তৈরি করেননি। প্রতিটি জেলা ও সম্প্রদায়ের দাবিদাওয়া প্রতিফলিত হয়েছে ইস্তাহারে। এটা মানুষের মন কি বাত।'' 



আরএসএস ও রেড্ডি ভাইদের নিশানা করে রাহুল গান্ধী বলেন,''প্রতিটি জেলায় গিয়ে  এই ইস্তাহার তৈরি করেছেন মইলি। আরএসএসের মতো কোনও গোপন স্বার্থ লুকিয়ে নেই কংগ্রেসের ইস্তাহারে।''


আরও পড়ুন- মাঝআকাশে রাহুলের উড়ানে বিপত্তি, কংগ্রেসের ষড়যন্ত্রের অভিযোগ ওড়াল ডিজিসিএ