নিজস্ব প্রতিবেদন: প্রাথমিক ট্রেন্ডে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বিজেপি। অন্যদিকে ক্রমশ পিছিয়ে পড়ছে কংগ্রেস। ট্রেন্ড বলছে, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ার পথে গেরুয়া শিবির। তবে আশাবাদী কংগ্রেস। ত্রিশঙ্কু ফলের আশা করছেন কংগ্রেস নেতৃত্ব। লোকসভায় কংগ্রেসের দলনেতা নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ''১১টা-সাড়ে ১১টা নাগাদ ছবিটা স্পষ্ট হবে। জেডিএসের সঙ্গে জোট নিয়ে গুলাম নবি আজাদ ও অশোক গেহলটের সঙ্গে আলোচনা করব।''    



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে জোট নিয়ে একেবারেই ভাবছেই না আত্মবিশ্বাসী বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে উত্সাহিত সদানন্দ গৌড়ার কথায়,''জেডিএসের সঙ্গে জোটের প্রশ্নই নেই। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি।''



কর্ণাটকে ভোটগণনা যত এগোচ্ছে, গেরুয়া ঝড়ের আভাস মিলছে। ইতিমধ্যেই শতাধিক আসনে এগিয়ে বিজেপি।


আরও পড়ুন- কর্ণাটকেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত, শতাধিক আসনে এগিয়ে বিজেপি