কর্ণাটকেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত, শতাধিক আসনে এগিয়ে বিজেপি

প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গেরুয়া শিবির।

Updated By: May 15, 2018, 09:46 AM IST
কর্ণাটকেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত, শতাধিক আসনে এগিয়ে বিজেপি

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকের ভোটগণনা শুরু হতেই এগিয়ে গেল বিজেপি। ১০২টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। কংগ্রেস এগিয়ে ৬৯টি আসনে। তবে বেলা বাড়লে ট্রেন্ড বদলেও যেতে পারে। সদ্য ত্রিপুরা বিধানসভার ভোটগণনার মাঝে বামেরা এগিয়ে গিয়েও পরে পিছিয়ে পড়েছিল। 

বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষারই আভাস ছিল, কংগ্রেস বা বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ভোটের ফল ত্রিশঙ্কু হতে চলেছে। সেক্ষেত্রে 'কিংমেকার' হতে পারে জনতা দল (সেকুলার)। ইতিমধ্যে ৩৪টি আসনে এগিয়ে তারা। বিজেপি ও কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে দেবগৌড়ার দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই তারা কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়ে রেখেছে। তবে অতীতে বিজেপির সঙ্গে কর্ণাটকে ঘর করেছে জেডিএস।নির্বাচনী প্রচারে তাদের বিজেপির 'বি টিম' বলে কটাক্ষও করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।   

আরও পড়ুন-মোদী-শাহের হাত থেকে কর্ণাটক বাঁচাতে সকাল থেকে যজ্ঞ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে 

 

.