নিজস্ব প্রতিবেদন: লিঙ্গায়েতদের ভিন্ন ধর্মের স্বীকৃতি নিয়ে বিতর্কের মাঝেই তাদের সংখ্যালঘুর তকমা দিল কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার। লিঙ্গাযেত ও বীরশৈবদের ধর্মীয় সংখ্যালঘুর স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় কর্ণাটক সরকার। আইনমন্ত্রী টিবি জয়চন্দ্র সেই প্রস্তাবে সম্মতি দেন। বিশেষজ্ঞের নেতৃত্বে প্যানেল গঠন করে রাজ্য সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সরকারের এই সিদ্ধান্তের জেরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। লিঙ্গায়েতরা মেতে উঠেছেন আনন্দে। তবে সমালোচনা করেছে বীরশৈবরা। তাদের দাবি, ভোটের আগে রাজনীতি করছে কংগ্রেস। বীরশৈব ও লিঙ্গায়েতদের আলাদা ধর্মের মর্যাদা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। বীরশৈবদের একাংশের দাবি, তাঁরা শিবের উপাসক। সনাতন ধর্মের অংশ। অন্য অংশ আবার, সংখ্যালঘু শ্রেণির মর্যাদা পেতে চাইছে। 
      
নির্বাচনের আগে গোটা বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছে বিজেপি। তবে হিন্দুদের মধ্যে বিভাজনের অভিযোগ তুলে সুর চড়িয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। রাজনৈতিক মহলের মতে, কর্ণাটকের ভোটে প্রভাব ফেলতে পারে লিঙ্গায়েতরা। তাদের সংখ্যালঘু স্বীকৃতি দিয়ে বিজেপিকে টেক্কা দিল কংগ্রেস।   


আরও পড়ুন- দাক্ষিণাত্যের আবেগে শান সিদ্দারামাইয়ার, পাশে চাইলেন মুখ্যমন্ত্রীদের