নিজস্ব প্রতিবেদন: আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে না বলে ঘোষণা করল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১২ মে কর্ণাটকে বিধানসভার নির্বাচন। ফলপ্রকাশ ১৫ মে। এআইএমআইএমের দাবি, ভোটে লড়াই করলে কংগ্রেসের ভোটব্যাঙ্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর আগে উত্তর কর্ণাটকের কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিল এআইএমআইএম। কয়েকদিন আগে আসাউদ্দিন ওয়াইসি বলেছিলেন,''কংগ্রেস ও বিজেপিকে নিয়ে বিরক্ত গোটা দেশ। তৃতীয় বিকল্প নিয়ে এগোতে হবে।'' রাজনৈতিক মহলের মতে, আগের অবস্থান থেকে সরে ঘুরিয়ে কংগ্রেসকেই সমর্থন দিল ওয়াইসির দল। 


কর্ণাটকে মোট ভোটারের মধ্যে মুসলিম ১৩ থেকে ১৬%। ৩০টি শহুরে মুসলিম ভোট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারে। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ৯০-১২০টি আসনে মুসলিম ভোট ফ্যাক্টর। সাধারণত সংখ্যালঘু এলাকায় জনপ্রিয়তা রয়েছে ওয়াইসির দলের। পাঠিগণিতের হিসেবে, এআইএমআইএম লড়াই করলে সংখ্যালঘু ভোটে বিভাজনের সুবিধা পেত বিজেপি। লোকসান হত কংগ্রেসের। ফলে কর্ণাটক ভোটের আগে ধাক্কা খেল বিজেপি, মত অনেকের।  


আরও পড়ুন- গেরুয়ার আড়ালে রাম নবমীতে সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে আপ: জাভড়েকর