নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করার প্রস্তাব করার সঙ্গে সঙ্গেই তোলপাড় হল রাজ্যসভায়। সরকারের এই প্রস্তাব দেশের সংবিধানকে হত্যা করেছে, এমনই অভিযোগ তুললেন বিরোধীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব সরকারের


সরকারের প্রস্তাবের বিরোধিতা করে নিজের জামা ছিঁড়ে, সংবিধানের প্রতিলিপি ছিঁড়ে প্রতিবাদ করলেন পিডিপি সাংসদ মির মহম্মদ ফায়াজ। ওই ঘটনায় অবাক হয়ে যান সংসদের সাংসদরা। ফায়াজকে সভা থেকে বেরিয়ে যেতে বলেন ক্ষুব্ধ চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।




সংসদ ভবন থেকে বেরিয়ে ক্ষেভে ফেটে পড়েন ফায়াজ। রাজ্যসভার বাইরে এসেও বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। প্রতিবাদ নিজের জামাও ছিঁড়ে ফেলেন।


আরও পড়ুন-৩৭০ বাতিলের পরপরই উপত্যকায় উড়িয়ে আনা হল আরও ৮ হাজার আধা সেনা


এদিকে, ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদ করলেও বিরোধী নেতা গুলাম নবি আজাদ পিডিপি সংসদের ওই কাজের তীব্র নিন্দা করেন। গুলাম নবি বলেন, পিডিপি সাংসদ মির ফায়াজ ও নাজির আহমেদ সংবিধানের প্রতিলিপি ছোঁড়ার যে চেষ্টা  করেছেন তা নিন্দনীয়। আমরা সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মান বাঁচানোর জন্য আমরা প্রাণ প্রর্যন্ত দিতে পারি। কিন্তু আজ বিজেপি যা করল তা সংবিধান খুন করার সামিল।