কাঠুয়া গণধর্ষণ: দোষীদের শাস্তি দেবে প্রশাসন, আশা রাষ্ট্রসঙ্ঘ প্রধানের
কাঠুয়া গণধর্ষণকাণ্ডে প্রতিক্রিয়া রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টোনিও গুটেরেসের।
নিজস্ব প্রতিবেদন: কাঠুয়া গণধর্ষণকাণ্ডে প্রতিক্রিয়া দিলেন রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টোনিও গুটেরেস। ঘটনাটি 'ভয়ঙ্কর' আখ্যা দিয়ে সুবিচার আশা করেছেন তিনি। গত ১০ জানুয়ারি থেকে কাঠুয়ার ওই শিশুকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক সপ্তাহ পর উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ।
সাংবাদিক বৈঠকে গুতারেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ''আমরা সংবাদপত্র এই ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে পড়েছি। আমরা আশা করছি, দোষীদের বিচারের ব্যবস্থা করবে প্রশাসন।''
এই ঘটনায় শুক্রবার প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করেছেন, দোষীদের আড়াল করা হবে না। তাদের বিচার হবেই। মোদীর কথায়,''দেশে যে কোনও রাজ্যে এধরণের প্রতিটি ঘটনাই আমাদের নাড়িয়ে দেয়। আমি দেশকে আশ্বস্ত করতে চাই, বিচার হবেই।''
আরও পড়ুন- ঋণখেলাপির দায়ে দোষী সাব্যস্ত সস্ত্রীক রাজপাল যাদব