নিজস্ব প্রতিবেদন: 'লভ ও নারকোটিক জিহাদে'র (Love and Narcotic Jihad) মাধ্যমে অমুসলিমদের তরুণীদের টার্গেট করছে কট্টরপন্থীরা। এই অভিযোগ করলেন কেরলের ধর্মযাজক জোসেফ কালারানগাট (Joseph Kallarangatt)। তাঁর দাবি,'হিন্দু ও খৃষ্ট্রান মেয়েদের 'লভ জিহাদে'র মাধ্যমে ভালোবাসার জালে ফাঁসিয়ে ধর্মান্তরণ করা হচ্ছে। তার পর তাঁদের সন্ত্রাসবাদে ব্যবহার করছে কট্টরপন্থীরা। নানা উপায়ে অন্য ধর্মকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।'  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেরলের কোট্টাম জেলার কুরুভিলাগাড়ুর গির্জার একটি অনুষ্ঠানে জোসেফ কালারানগাট (Joseph Kallarangatt) বলেন, 'ভারতের মতো গণতান্ত্রিক দেশে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। সেটা ওরা বুঝেছে। সে কারণে অমুসলিমদের নিশানা করতে নানা কৌশল নিয়েছে। জিহাদিরা মনে মনে অমুসলিমদের ধ্বংস চায়। এজন্য দুটি অস্ত্র ব্যবহার করছে- লভ ও মাদক জিহাদ।' তাঁর অভিযোগ,'ভালোবাসা বা অন্য উপায়ে ভিন ধর্মের মেয়েদের ধর্মান্তরিত করছে জিহাদিরা। এরপর তাঁদের মগজধোলাই করে অভিভাবক, ধর্ম থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। কাজে লাগাচ্ছে সন্ত্রাসী কাজকর্মে। এটা প্রেমের বিবাহ নয়। এটা যুদ্ধের কৌশল। আমরা লভ জিহাদের বিরোধী।'     


মাদকের বিক্রি বৃদ্ধিই প্রমাণ করে দেয় নারকোটিক জিহাদ (Narcotic Jihad) কতটা বেড়ে গিয়েছে, দাবি ধর্মযাজকের। তাঁর কথায়,'মাদক খাইয়ে অমুসলিম যুবকদের জীবন নষ্ট করা হচ্ছে। স্কুল, কলেজ, হস্টেল ও অফিসের সামনে আইসক্রিম পার্লার, সফট ড্রিঙ্কের দোকান খুলছে জিহাদিরা। খাবারে মাদক মিশিয়ে মাদকাসক্ত করা হচ্ছে খৃষ্ট্রান মেয়েদের।' 


তাঁর দাবির পক্ষে কেরল থেকে আইএসে যোগদানের প্রসঙ্গ টেনেছেন জোসেফ কালারানগাট। তাঁর মন্তব্য,'রাজ্যের খৃষ্ট্রান ও হিন্দু মেয়েদের ধর্মান্তরণ করে আফগানিস্তানে জঙ্গি শিবিরে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার।'


আরও পড়ুন- Ford: ভারতে জোড়া কারখানার ঝাঁপ বন্ধের কথা জানাল মার্কিন গাড়ি নির্মাতা সংস্থা


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)