জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার রাতে কোঝিকোড জেলার এলাথুরের কাছে একটি এক্সপ্রেস ট্রেনে উঠে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি পেট্রল ঢেলে একজন যাত্রীর গায়ে আগুন লাগিয়ে দেন। এই ঘটনায় আটজন আহত হয়েছেন। রেল সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাত ১০টা নাগাদ আলাপ্পুঝা কান্নুর মেইন এক্সপ্রেস ট্রেনের ডি ১ বগিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ঘটনায় যুক্ত সন্দেহজনক ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি। যাত্রীরা জরুরি পরিস্থিতির জন্য চেন টানার পর তিনি পালিয়ে যান।


জানা গিয়েছে, একটি তর্কের সময় একজন ব্যক্তি পেট্রল ঢেলে তার সহযাত্রীদের একজনের গায়ে আগুন ধরিয়ে দেয়।


অন্য যাত্রীরা আগুন নেভানোর চেষ্টা করলে সেই আগুনেই তাঁরা পুড়ে আহত হন। আহতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন।


 



আরও পড়ুন: Delhi Lawyer Murder: দিল্লিতে আইনজীবীকে গুলি করে খুন! প্রতিবাদে কর্মবিরতির ডাক বার অ্যাসোসিয়েশনের


সূত্র মারফত জানা গিয়েছে, ‘আহত যাত্রীদের মধ্যে রয়েছেন থালাসেরির অনিল কুমার, তাঁর স্ত্রী সজিশা, তাঁদের ছেলে অদ্বৈত, কান্নুরের রুবি এবং ত্রিশুরের প্রিন্স’।


এরপরে ট্রেনটি এলাথুরে থামানো হয়, এবং রেলওয়ে কর্তৃপক্ষকে আগুনের ঘটনা সম্পর্কে অবহিত করা হয়।


আরও পড়ুন: Bihar Violence: থমথমে রোহতাসে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ স্কুল, চলছে জোরদার ধরপাকড়


রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) আধিকারিকরা জানিয়েছেন, ‘আগুনে আহত আট যাত্রীকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পরিদর্শনের পরে, ট্রেনটিকে তার গন্তব্যে পাঠানো হয়েছে।‘


তাঁরা আরও জানিয়েছেন, ‘আরও তদন্ত চলছে’।


অন্যদিকে এই ঘটনাটি যেখানে ঘটেছে সেই রেললাইনের কাছে এক শিশু সহ তিনজনের মৃতদেহ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)