ওয়েব ডেস্ক: বিয়েতে ব্যান্ড পার্টি। তাও আবার দলিত পরিবারে। ঘোর অপরাধ। শাস্তি দিল বর্ণহিন্দুরা। কুয়োয় মিশিয়ে দেওয়া হল কেরোসিন। মধ্যপ্রদেশের মাড়া গ্রামের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২৩ এপ্রিল দলিত মেঘওয়ালের মেয়ে মমতার বিয়ে হয়। মোটর বাইকে করে ব্যান্ড-বাজা নিয়ে এসেছিলেন বর। গ্রামের মূল সড়ক ধরেই এসেছিলেন বরযাত্রীরা। এতে মাতব্বরদের আপত্তি ছিল। কারণ প্রধান সড়ক ব্যবহার এখনও শুধু বর্ণহিন্দুদেরই অধিকার। মেঘওয়ালকে শাসানোও হয়েছিল। ভয় পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। সামাজিক বৈষম্যের কুপ্রথা ভাঙতে তত্‍পর ছিল প্রশাসনও। কড়া পুলিসি নিরাপত্তায় মেঘওয়ালের মেয়ের বিয়ে হয়। কিন্তু, মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পরেই গোটা দলিত মহল্লার মাথায় হাত। তাদের কুয়ো থেকে জলের সঙ্গে উঠছে কেরোসিনও। কার কাজ, বুঝতে কারও বাকি নেই।



কিন্তু, প্রমাণের অভাবে কাউকে ধরা যাচ্ছে না। এই গরমে দলিতদের ২ কিলোমিটার দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে। মহল্লায় শিগগিরই দুটি হ্যান্ডপাম্প বসানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। যদিও তা করতেও সময় লাগবে। (আরও পড়ুন- অসুস্থ ছেলেকে খাটিয়ায় বেঁধে নদী পেরোলেন অসহায় বাবা)