ওয়েব ডেক্স : দলিত ইস্যুতে জেরবার গুজরাত। দাবি ওঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলকে সরিয়ে নতুন মুখ্যমন্ত্রী করার। অবশেষে আজ হয় সেই পরিবর্তন। দীর্ঘ বৈঠকে পর বিজয় রূপানীকে গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। এদিকে, কেন্দ্রে বর্তমানে চলছে 'আচ্ছে দিন সরকার'। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গেও দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে এক নজরে দেখে নেওয়া যাক ভারতের কোন রাজ্যে কাদের সরকার চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


রাজ্য মুখ্যমন্ত্রী দল জাতীয়/আঞ্চলিক
অন্ধ্রপ্রদেশ এন চন্দ্রবাবু নাইডু টিডিপি আঞ্চলিক
অরুণাচলপ্রদেশ কালিখো পুল পিপিএ আঞ্চলিক
অসম সর্বানন্দ সনোওয়াল বিজেপি জাতীয়
বিহার নীতিশ কুমার জেডি(ইউ) আঞ্চলিক
ছত্তিশগড় রমণ সিং বিজেপি জাতীয়
গোয়া লক্ষ্মীকান্ত পার্শেকর বিজেপি জাতীয়
গুজরাত বিজয় রূপানী বিজেপি জাতীয়
হরিয়ানা মনোহর লাল খট্টর বিজেপি জাতীয়
হিমাচলপ্রদেশ বীরভদ্র সিং কংগ্রেস জাতীয়
জম্মু ও কাশ্মীর মেহবুবা মুফতি পিডিপি আঞ্চলিক
ঝাড়খণ্ড রঘুবীর দাস বিজেপি জাতীয়
কর্নাটক সিদ্দারামাইয়া কংগ্রেস জাতীয়
কেরল পিনারাই বিজয়ন সিপিআইএম জাতীয়
মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান বিজেপি জাতীয়
মহারাষ্ট্র দেবেন্দ্র ফড়নবিশ বিজেপি জাতীয়
মণিপুর ওকারাম আইবোবি সিং কংগ্রেস জাতীয়
মেঘালয় মুকুল সাংমা কংগ্রেস জাতীয়
মিজোরাম পু লাথওয়ানওয়ালা কংগ্রেস জাতীয়
নাগাল্যান্ড টি আর জেলিয়াং এনপিএফ আঞ্চলিক
ওড়িশা নবীণ পট্টনায়ক বিজেডি আঞ্চলিক
পাঞ্জাব প্রকাশ সিং বাদল শিরমণি অকালি দল আঞ্চলিক
রাজস্থান বসুন্ধরা রাজে সিন্ধিয়া বিজেপি জাতীয়
সিকিম পবন কুমার চামলিং এসডিএফ আঞ্চলিক
তামিলনাড়ু জে জয়ললিতা এআইএডিএমকে আঞ্চলিক
তেলেঙ্গানা কালভাকুন্তিয়া চন্দ্রশেখর রাও টিআরএস আঞ্চলিক
ত্রিপুরা মানিক সরকার সিপিআইএম জাতীয়
উত্তরপ্রদেশ অখিলেশ যাদব সমাজবাদী পার্টি আঞ্চলিক
উত্তরাখণ্ড হরিশ রাওয়াত কংগ্রেস জাতীয়
পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আঞ্চলিক

এ তো গেল না হয় দেশের ২৯টি রাজ্যের কথা। এছাড়াও, ভারতবর্ষে ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এরমধ্যে, দিল্লি ও পুদুচেরিতে  রয়েছে পূর্ণাঙ্গ রাজ্য সরকার। দিল্লিতে সরকারের দায়িত্বে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপ। অন্যদিকে, পুদুচেরিতে চলতি বছরের ১৯ মে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে কংগ্রেস। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু ও অসমেও ওই দিনই ভোটের ফল বের হয়।