Lakshadweep MP Jailed: টানা ১৪ বছর পর খুলল ফাইল, সাংসদকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের
বর্তমান লোকসভার সদস্য মহম্মদ ফাইসল। এখন তিনি যদি উচ্চ আদালতে আপিল করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে তার সাংসদপদও চলে যেতে পারে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাক্ষাদ্বীপের এনসিপির সাংসদ মহম্মদ ফাইসল ও তার ৪ সঙ্গীকে ১০ বছরের কারাদণ্ড দিল কাভারাত্রি জেলা আদালত। একটি খুনের চেষ্টার ঘটনায় তাদের ওই শাস্তি দিল আদালত। ২০০৯ সালের তাদের বিরুদ্ধে হওয়া ওই মামলায় ফাইসলকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
আরও পড়ুন-মায়ের মৃতদেহ কাঁধে তুলে হাঁটা দিয়েছিল ছেলে, জলপাইগুড়িতে গ্রেফতার স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জি এম সঈদের জামাই পদানাথ সালাইয়ের উপরে হামলার অভিযোগ রয়েছে ফাইসলের বিরুদ্ধে। ২০০৯ সালের নির্বাচনের সময়ে পদানাথ ও তার সঙ্গীদের উপরে হামলা চালায় ফাইসল।
সাজা শোনার পর ফাইসল সংবাদমাধ্য়মে বলেন, মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
বুধবার রায়ে আদালতের তরফে বলা হয়, একদল লোককে ক্ষেপিয়ে সালাইয়ের উপরে হামলা চালায়। একটি শেড তৈরি বন্ধ করতে গিয়ে সালাইয়ের উপরে হামলা চালায় ফাইসলের দলবল। ওই হামলায় সালাইকে কেরলের হাসপাতালে মাসের মাস ভর্তি থাকতে হয়।
বর্তমান লোকসভার সদস্য মহম্মদ ফাইসল। এখন তিনি যদি উচ্চ আদালতে আপিল করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে তার সাংসদপদও চলে যেতে পারে।