ওয়েব ডেস্ক: ফের বাজ পড়ে মৃত্যু ঘটল। এবার ঝাড়খণ্ডে বাজের হানায় মৃত্যু হল এক দম্পতির। একই সঙ্গে থাকার পরেও ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে তাঁদেরই কন্যাসন্তান।


সোমবার নিজেদের বাড়িছিলেন মুকেশ হেমব্রম ও সুহাগিনী সোরেন। সঙ্গে ছিল তাঁদের সাত মাসের সন্তানও। আচমকাই ঝড় বৃষ্টটি শুরু হওয়ায় তাঁরা পুকুরের ধারের একটি গাছের নিচে আশ্রয় নেন। দুর্ভাগ্যবশত সেই গাছের ওপরেই বাজ পড়ে। বাজ পড়ার আওয়াজে সুহাগিনী সোরেনের হাত থেকে তাঁর শিশু কন্যা দূরে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। কিন্তু প্রাণে বেঁচে যায় তাঁদের কন্যা সন্তানটি। পুলিসের পক্ষ থেকে জানা গিয়েছে তখন যদি শিশুটিও মায়ের কোলে থাকত, তাহলে তারও মৃত্যু হত। এখন শিশুটি সুস্থ রয়েছে।