ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে হাইওয়ের ধারে মদ বিক্রি বন্ধ। মদ বিক্রি বন্ধ হলে কি কমবে দুর্ঘটনা? কেউ আশাবাদী। কেউ আবার প্রশ্ন তুলছেন। শীর্ষ আদালতের রায় তার্কিক গণমনে এনে দিয়েছে তর্কের নতুন উপাদান।পরিসংখ্যানই বলে দিচ্ছে অবস্থা কতটা ভয়াবহ। পথ দুর্ঘটনা রুখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রি করা যাবে না।২০ হাজারের কম জনসংখ্যা হলে এই সীমা থাকবে ২২০ মিটার। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোথাও কোথাও লুকিয়ে-চুরিয়ে এখনও বিক্রিবাটা চললেও শীর্ষ আদালতের রায়ের পর হাইওয়ের ধারে মদের দোকানের ঝাঁপ বন্ধ হতে শুরু করেছে। সুপ্রিম কোর্টের রায়ে এ রাজ্যে ২১৪০টি মদের দোকানের ওপর কোপ। পড়ছে। এইসব দোকানগুলিতে কাজ করেন প্রায় ১০ হাজার মানুষ। হাইওয়ের ধারে মদ বিক্রি বন্ধ হলে প্রায় হাজার কোটি টাকা রাজস্ব হারাতে পারে সরকার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জম্মু-কাশ্মীরে এশিয়ার দীর্ঘতম রোড টানেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


মদ বিক্রেতারা সমস্যা নিয়ে সরব হলেও গত ডিসেম্বরে রায়দানের সময়।সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, মদের চেয়ে জীবনের মূল্য বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টও বলছে, ভারতে প্রতি ১০টি পথ দুর্ঘটনার ক্ষেত্রে ৪টিতে দেখা যায় চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। পথ দুর্ঘটনার সংখ্যা বেশি, দেশের এমন দশটি শহরের মধ্যে মদ নিষিদ্ধ হওয়া রাজ্যগুলি নেই। তবে, বিশেষজ্ঞরা বলছেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ছাড়াও রাস্তার অবস্থা, যানবাহনের সংখ্যা, আবহাওয়াজনিত কারণে দুর্ঘটনা ঘটে। আর সেই সংখ্যা নেহাত কম নয়। সুপ্রিম কোর্টের রায় খুলে দিয়েছে তর্কের নতুন পরিসর।


আরও পড়ুন  হরিয়ানার খাল থেকে উদ্ধার ১২ মৃতদেহ, তদন্তে পুলিস