হরিয়ানার খাল থেকে উদ্ধার ১২ মৃতদেহ, তদন্তে পুলিস

খাল সংস্কার করতে গিয়ে উদ্ধার হল ১২টি মৃতদেহ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ভাকরা খালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Updated By: Apr 2, 2017, 05:55 PM IST
হরিয়ানার খাল থেকে উদ্ধার ১২ মৃতদেহ, তদন্তে পুলিস
এখান থেকেই উদ্ধার হয় মৃতদেহগুলি

ওয়েব ডেস্ক : খাল সংস্কার করতে গিয়ে উদ্ধার হল ১২টি মৃতদেহ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ভাকরা খালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন- ওড়িশায় জগন্নাথ মন্দিরের ভিতর প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

পুলিস সূত্রে খবর, হরিয়ানার নারওয়ানা প্রদেশের জিন্দ জেলাতে ভাকরা খাল সংস্কারের কাজ চলছে। সেই কারণে বাঁধ দিয়ে বন্ধ করা হয়েছে জল। তারপরই উদ্ধার করা হয় ১২টি মৃতদেহ। তবে, সেই মৃতদেহগুলি কোথা থেকে এসেছে তা এখনও পুলিসের কাছে পরিষ্কার নয়।

ভাখরা খাল পঞ্জাব থেকে শুরু হয়। সংযোগ রয়েছে হিমাচল প্রদেশের সঙ্গেও। আর সেই জন্যই এই ঘটনার তদন্তে নামার আগে দুই রাজ্যের নিখোঁজ ব্যক্তিদের তালিকাও চেয়ে পাঠিয়েছে হরিয়ানা পুলিস। শুরু হয়েছে উচ্চ পর্যায়েত তদন্ত।

.