লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ

Tue, 21 May 2019-4:51 pm,

২৩ মে সকাল আটটা থেকে শুরু গননা। স্ট্রং রুম থেকে ইভিএম এনে শুরু হবে গননা। স্ট্রং রুম খুলে আনার সময় হবে ভিডিওগ্রাফি। সেখানে থাকবেন সব দলের প্রার্থী বা তার এজেন্ট।

২৩ মে সকাল আটটা থেকে শুরু গননা। স্ট্রং রুম থেকে ইভিএম এনে শুরু হবে গননা। স্ট্রং রুম খুলে আনার সময় হবে ভিডিওগ্রাফি। সেখানে থাকবেন সব দলের প্রার্থী বা তার এজেন্ট।

Latest Updates

  • সংখ্যাগরিষ্ঠ সমীক্ষকদেরই ইঙ্গিত, বাংলায় প্রথমবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। দুই অঙ্কের আসন পার করছে বিজেপি। 

  • নিজস্ব প্রতিবেদন: বাংলায় প্রায় প্রতিটি সমীক্ষাতেই গেরুয়া হাওয়ার ইঙ্গিত মিলেছে। এমনকি দেশেও মোদীর প্রত্যাবর্তনের আভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষা। তবে গোটাটাই ষড়যন্ত্র বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যাখ্যা, গুজব রটিয়ে ইভিএমে গড়বড় করতে চাইছে বিজেপি।         

    এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ''এক্সিট পোল একটা গুজব। বিশ্বাস করি না। কয়েক হাজার ইভিএম সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। বিরোধীদের একজোট হওয়ার আবেদন করছি। একসঙ্গে যুদ্ধ জয় করব''।    

  • নিজস্ব প্রতিবেদন: বাংলায় প্রায় প্রতিটি সমীক্ষাতেই গেরুয়া হাওয়ার ইঙ্গিত মিলেছে। এমনকি দেশেও মোদীর প্রত্যাবর্তনের আভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষা। তবে গোটাটাই ষড়যন্ত্র বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যাখ্যা, গুজব রটিয়ে ইভিএমে গড়বড় করতে চাইছে বিজেপি।         

    এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ''এক্সিট পোল একটা গুজব। বিশ্বাস করি না। কয়েক হাজার ইভিএম সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। বিরোধীদের একজোট হওয়ার আবেদন করছি। একসঙ্গে যুদ্ধ জয় করব''।    

  • ২৩ মে সকাল আটটা থেকে শুরু গননা। স্ট্রং রুম থেকে ইভিএম এনে শুরু হবে গননা। স্ট্রং রুম খুলে আনার সময় হবে ভিডিওগ্রাফি। সেখানে থাকবেন সব দলের প্রার্থী বা তার এজেন্ট।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link