PM Modi Swearing-in Ceremony LIVE: মোদীর শপথ, সঙ্গী নতুন ক্যাবিনেটের ৭২ মন্ত্রী

Soumitra Sen Sun, 09 Jun 2024-9:49 pm,

PM Modi Oath Taking Ceremony LIVE Updates: একনজরে দেখে নিন, আজ সারদিন কী কী ঘটছে রাজধানীতে। সমস্ত খবর এবং সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • শপথ নিলেন পবিত্র মার্গারিটা।

     

  • শপথ নিলেন জর্জ কুরিয়েন।

  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুরলীধর মোহল।

  • শপথ নিলেন শ্রীমতা নিমুবেন বাবড়িয়া।

     

  • শপথ নিলেন হর্ষ মালহোত্রা।

  • প্রতিমন্ত্রী পদ শপথ নিলেন ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা।

  • প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন রাজ ভূষণ চৌধুরী।

  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন তোখন সাহু।

  • শপথ নিলেন শ্রীমতি সাবিত্রী ঠাকুর।

     

  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুকান্ত মজুমদার।

  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রীমতী রক্ষা নিখিল খাড়সে।

     

  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুর্গাদাস উইকে

  • রবনীত সিং শপথ নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে।

     

  • সঞ্জয় শেঠ শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসেবে।

     

  • শপথ নিলেন সতীশ চন্দ্র দুবে।

  • প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন ভারীরথ চৌধুরী।

  • শপথ  নিলেন কমলেশ পাসোয়ান।

  • শপথ নিলেন বন্ডি সঞ্জয় কুমার।

     

  • প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন অজয় টামটা।

  • শপথ নিলেন  এল মুরুগন।

     

  • শপথ নিলেন সুরেশ গোপী।

  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শান্তনু ঠাকুর। গত মন্ত্রিসভায় তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন।

  • প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন বি এল বর্মা।

  • কীর্তি বর্ধন সিং প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন।

  • শোভা করণ লাজে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

  • শপথ নিলেন এস সি সিং বাঘেল।

     

  • চন্দ্রশেখর প্রেমাস্বামী প্রতিমন্ত্রীর পদ শপথ নিলেন।

  • ভি সোমান্না প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন।

     

  • শপথ নিলেন অনুপ্রিয়া প্যাটেল।

  • শপথ নিলেন নিত্যানন্দ রায়।

  • শপথ নিলেন রামনাথ ঠাকুর।  

     

  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন রামদাস পাঠাওলে।

  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন কৃষণ পাল

     

  • শপথ নিলেন পঙ্কজ চৌধুরী।  

     

  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রীপদ যশো নাইক।  

     

  • প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেনজিতিন প্রসাদ।

  • শপথ নিলেন শ্রী জয়ন্ত চৌধুরী।

  • শপথ নিলেন প্রতাপ রাও গণপত রাও যাদব।

  • শপথ নিলেন অর্জুন রাম মেঘওয়াল।

  • শপথ নিলেন জিতেন্দ্র সিং।

     

  • রাও ইন্দিরজিত্ সিং শপথ নিলেন।

  • শপথ নিলেন সি আর পাটিল।

  • চিরাগ পাসোয়ান শপথ নিলেন। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের পুত্র।

  •  জি কিষেন রেড্ডি শপথ নিলেন।

  • শপথ নিলেন মনসুখ মান্ডবীয়। গত সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। 

  • শপথ নিলেন হরদীপ সিং পুরী। একসময় অসমারিক বিমান পরিবহণ মন্ত্রী ছিলেন।

  • শপথ নিলেন কিরেন রিজিজু।

  • শপথ নিলেন অন্নপূর্ণা দেবী।

  • শপথ নিলেন গজেন্দ্র সিং শেখাওয়াত।

  • শপথ নিলেন ভূপেন্দ্র যাদব।

  • শপথ নিলেন জ্য়োতিরাদিত্য মাধব রাও সিন্ধিয়া।

  • শপথ নিলেন অশ্বিনী বৈষ্ণব।  বিগত সরকারের আমলে রেলমন্ত্রী ছিলেন বৈষ্ণব।

     

  • গিরিরাজ সিং শপথ নিলেন।

  • শপথ নিলেন জুয়েল রাম।

  • শপথ নিলেন প্রহ্লাদ যোশী।

  • শপথ নিলেন কেঞ্জুরাপ্পু রামমোহন নাইডু। 

  • শপথ নিলেন বীরেন্দ্র কুমার। 

  • শপথ নিলেন  সর্বানন্দ সোনওয়াল। 

  • শপথ নিলেন রাজীব রঞ্জন সিং। 

  • শপথ নিলেন জিতন রাম মাঝি। বিহারে তিনি হাম দলের প্রতিষ্ঠাতা।

     

  • শ্রী ধর্মেন্দ্র প্রধান শপথ নিলেন। তিনি গত সরকারের আমলে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

     

  • শপথ নিলেন পীযূষ গোয়েল। একসময় রেলমন্ত্রী ছিলেন।

  • শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী। একসময় ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

  • শপথ নিলেন শ্রী মনোহরলাল খট্টর। হরিয়ানা থেকে এবার একেবারে কেন্দ্রীয় মন্ত্রী। 

  • শপথ নিলেন এস জয়শঙ্কর। গত সরকারে তিনি বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।

  • শপথ নিলেন নির্মলা সীতারামন। এতদিন তিনি দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

  • শপথ নিচ্ছেন শিবরাজ সিং চৌহান। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শিবরাজ।  

     

  • শপথ নিলেন জে পি নাড্ডা। তিনি এতদিন বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ সামলেছেন।  

     

  • শপথ নিলেন নীতিন গড়করি।

  • শপথ নিলেন অমিত শাহ।

  • শপথ নিলেন রাজনাথ সিং।

  • প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী।

  • মোদীর তৃতীয়বারের মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পাচ্ছেন না স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর ও নারায়ণ রানে, খবর সূত্রের...

  • মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না তৃণমূল কংগ্রেস। দিল্লি যাওয়ার পথে ফের একবার জানিয়ে দিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

  • সুকান্ত মজুমদার মন্ত্রী হচ্ছেন।। স্বাভাবিকভাবেই নতুন জল্পনা বঙ্গ বিজেপির অন্দরে।। নতুন রাজ্য সভাপতি কে? একাধিক নাম নিয়ে জল্পনা।। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত, জগন্নাথ সরকার এর নাম ঘোরাফেরা করছে : সূত্র

  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাঁরা মন্ত্রী হবেন একে একে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছচ্ছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বাংলা থেকে ক'জন মন্ত্রী হচ্ছেন? আপাতত শান্তনু ঠাকুরের নামই শোনা যাচ্ছে। কিন্তু, শুধু শান্তনু ঠাকুর? জোর জল্পনা দিল্লিতে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    কারা মন্ত্রী হবেন? জানা গিয়েছে, সম্ভাব্য মন্ত্রীদের কাছে ফোন আসা শুরু হয়েছে। সূত্রের খবর, জোট শরিক দলের নেতা জিতনরাম মাঝি, চিরাগ পাসোয়ান, অনুপ্রিয়া প্যাটেল-সহ বেশ কয়েকজনের কাছে ফোন এসেছে।

    এদিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিমানবন্দরে তিনি বলেন, শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছি, যাচ্ছি। এছাড়াও দিল্লির বাসভবনে বেশকিছু মালপত্র আছে, সেগুলি খালি করতে হবে। সেই জন্যই যাওয়া। এদিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link