নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। চলছে লকডাউন। এরমধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ফের লকডাউন? আগামিকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী


কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই-র অধীনে থাকা ৩০০০ স্কুল খোলা হবে। কেন এমন  সিদ্ধান্ত?  অন্যান্য বোর্ডের মতোই সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য ওইসব স্কুলকে ব্যবহার করা হবে।


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল জানিয়েছেন, ইভ্যালুয়েশন সেন্টার হিসেবে সিবিএসই-র ৩০০০ স্কুল খোলা হবে। ওইসব সেন্টার থেকে ১.৫ কোটিরও বেশি উত্তরপত্র শিক্ষকদের কাছে পাঠানো হবে মূল্যায়নের জন্য। উত্তরপত্র দেখার প্রক্রিয়া শেষ হবে ৫০ দিনের মধ্যে।


আরও পড়ুন-কবে থেকে চালু হতে পারে বিমান চলাচল? জানিয়ে দিল কেন্দ্র


এদিকে, গত শুক্রবারই পোখরিওয়াল ঘোষণা করেছেন, সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির যেসব পরীক্ষা লকডাউনের কারণে হয়নি তা নেওয়া হবে ১-১৫ জুলাই। প্রসঙ্গত ১৯-৩১ মার্চ সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিদ হয়ে যায়।