নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশে করোনা রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে কড়াভাবে লকডাউন যাতে পালন হয় তার দিকে নজর দিয়েছে প্রশাসন। কিন্তু তাতে কী! কোটি টাকা ফেরারি নিয়ে রাস্তায় বেড়াতে বেরিয়ে পড়লেন ইন্দোরের এক যুবক। ব্যাস! পড়ে গেলেন পুলিসের নজরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ত ২৪ ঘণ্টায় রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৩৮, মৃতের সংখ্যা বেড়ে ২০


চোখে পড়তেই হলুদ রঙের ওই ফেরারি গাড়িটিকে আটক করল পুলিস। চালকের পরনে নীল টি শার্ট, জিন্স, চোখে চশমা কিন্তু মুখে নেই মাস্ক। বিগড়ে গেল পুলিসের মেজাজ। লাঠি হাতে এগিয়ে এলেন পুলিসকর্মী। ড্রাইভিং সিং থেকে নামতে বললেন ওই যুবককে। তারপরেই প্রকাশ্য রাস্তায় কান ধরে একের পর এক ওঠবস করালেন ওই যুবককে।


আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় আকুল আবেদন, লকডাউনে রানাঘাট থেকে ওষুধ এনে দিল বনগাঁর ২ যুবক


প্রথম দিকে ওই যুবক, ঠিকঠাক ওঠবস না করলে লাঠি দেখায় পুলিস। শেষপর্যন্ত ঠিক মতো কান ধরে ওঠবস করতে বাধ্য হলেন ওই যুবক। জড়ো হয়ে যায় মিডিয়াও। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।