গত ২৪ ঘণ্টায় রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৩৮, মৃতের সংখ্যা বেড়ে ২০

রাজ্যে বাড়ল অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা। পাশাপাশি বাড়ল মৃতের সংখ্যাও।

Updated By: Apr 26, 2020, 08:48 PM IST
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৩৮, মৃতের সংখ্যা বেড়ে ২০
ছবি-প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বাড়ল অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা। পাশাপাশি বাড়ল মৃতের সংখ্যাও।

আরও পড়ুন-করোনা আক্রান্ত ৪৪ জন চিকিৎসক-নার্স, ২৪ ঘণ্টায় দিল্লিতে সিল করা হল দু’টি হাসপাতাল

স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া এক বুলেটিনে জানানো হয়েছে, রবিবার রাজ্যে কোভিড-১৯ অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হল ৪৬১। গতকালের তুলনায় রোগীর সংখ্যা বাড়ল ৩৮ জন। পাশাপাশি শনিবার পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ১৮। রবিবার তা বেড়ে হল ২০। তবে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫ রোগী।

স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে-

হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২১,২৮৮ জন

কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ৩৯,৭৭৪ জন

হাসপাতালের আইসোলেশন থেকে ছাড়া পেয়েছে ৩৫৮২ জন

হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ২০৫ জন

কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা হয়েছে ১০,৮৯৩ জনের

মৃত্যু হয়েছে ২০ জনের

অ্যাক্টিভ করোনা কেস ৪৬১

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় আকুল আবেদন, লকডাউনে রানাঘাট থেকে ওষুধ এনে দিল বনগাঁর ২ যুবক

এদিকে, দেশে এখনও পর্যন্ত অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২০,১৭৭। মৃত্যু হয়েছে ৮২৬ জনের। ছাড়া পেয়েছেন ৫৯১৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দেশের বেশকিছু হটস্পট জেলা নন-হটস্পট জেলায় পরিণত হচ্ছে।

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬২৮। গুজরাটে এই সংখ্যা ৩০৭১, দিল্লিতে ২৬২৫, রাজস্থানে ২০৮৩ জন।

সংকটজনক রোগীদের জন্য আগামী ৩৭ দিনের মধ্যে একটি হাইপ্রেসার ভেন্টিলেটর তৈরি করতে পারবে বলে জানিয়েছে নাসা।

কেরল নতুন করে ১১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। এনিয়ে রাজ্যে করোনা আক্রান্তে রোগীর সংখ্যা বেড়ে হল ৪৬৮।

.